নানা আনুষ্ঠানিকতায় মঙ্গলবার জন্মের ৭৫ বছর, অর্থাৎ প্লাটিনাম জুবিলি পালন করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসেরও প্লাটিনাম জুবিলি উদযাপনের দিন এটি। নিজের জন্মদিনের আনন্দ তাই ব্রিটেনের নার্স ও মিডওয়াইফদের সঙ্গে ভাগাভাগি করে নেন চার্লস।
এ ছাড়া ৭৫তম জন্মদিনে তিন বেলা খাবার জোটে না এমন নাগরিকদের পাশে দাঁড়িয়েছেন রাজা তৃতীয় চার্লস।
সেই লক্ষ্যে ঘোষণা করেছেন অভুক্তদের জন্য বিশেষ সহায়তা প্রকল্পের।
প্রকল্পের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রিটেনের অন্তত এক কোটি ৪০ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। মুদ্রাস্ফীতির কারণে এমনিতেও ব্রিটেনে ফুড ব্যাংকে ভিড় অনেক বেড়েছে। চলতি বছরের মার্চে এই প্রথম ফুড ব্যাংকে জনস্রোত ৩৮ শতাংশ বেড়েছে।
এমন পরিস্থিতিতেই ‘বিগ ইস্যু’ ম্যাগাজিনের মাধ্যমে করোনেশন ফুড প্রজেক্ট চালুর ঘোষণা দেন রাজা তৃতীয় চার্লস। গৃহহীনদের এই ম্যাগাজিন প্রচ্ছদ প্রতিবেদন করে তাকে নিয়ে। প্রকল্প সম্পর্কে একটি নিবন্ধও লিখেছেন চার্লস। বিগ ইস্যু ম্যাগাজিনে প্রকাশিত সেই নিবন্ধে তিনি জানান, ব্রিটেনে প্রতিদিন যে খাবার উদ্বৃত্ত থাকে, তা-ই টাটকা অবস্থায় তুলে দেওয়া হবে ক্ষুধার কষ্টে থাকা মানুষদের হাতে।
নিবন্ধে ব্রিটেনের রাজা জানান, অনেক দিন ধরে নিরন্নদের জন্য কিছু করার কথা ভাবছিলেন, করোনেশন ফুড প্রজেক্ট সে ভাবনারই বহিঃপ্রকাশ, ‘খাদ্যের চাহিদা খাদ্য অপচয়ের মতোই বাস্তব সত্যি ও জরুরি সমস্যা। এই দুটির মধ্যে একটা সেতু গড়ার উপায় খুঁজে পেলে দুটি সমস্যারই সমাধান হয়ে যাবে। আমি দৃঢ়ভাবে আশা করছি, করোনেশন ফুড প্রজেক্ট আরো বেশি করে উদ্বৃত্ত খাবার উদ্ধার এবং তা যাদের দরকার তাদের মাঝে বিতরণ করে শুধু তার বাস্তবসম্মত একটা উপায় বের করবে।’
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন