ঢাকায় মেট্রো রেলে চড়ে অভিভূত ইইউ প্রতিনিধি দল

বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য প্রতিনিধি দল আজ মঙ্গলবার ঢাকায় মেট্রো রেলে চড়েছে। ঢাকায় ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি তাঁর এক্সে (আগের নাম টুইটার) ইইউ দলের মেট্রো রেল ভ্রমণের ছবি প্রকাশ করেছেন। 

সেখানে দেখা যায়, যাত্রীতে পূর্ণ মেট্রো রেলের বগিতে দাঁড়িয়ে আছেন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, ইইউ সদর দপ্তরের এশিয়া ও প্যাসিফিক বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি, ইইউ কর্মকর্তা মনিকা বাইলেটিসহ অন্য সদস্যরা। 

ইইউ রাষ্ট্রদূত লিখেছেন, ‘ইইউ সদর দপ্তরের সহকর্মীরা ঢাকার গর্ব নতুন এলিভেটেড মেট্রো রেলে চড়ে আনন্দিত।

’ 

 

পাওলা প্যাম্পালোনিও ঢাকায় মেট্রো রেলে চড়ার ছবি প্রকাশ করে লিখেছেন, ঢাকায় নতুন মেট্রো রেলে অভিভূত। মেট্রো রেলে চড়ার ছবি শেয়ার করেছেন ইইউ কর্মকর্তা মনিকা বাইলেটিও।

বাংলাদেশ সফররত ইইউর বাণিজ্য প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন ইইউ সদর দপ্তরের এশিয়া ও প্যাসিফিক বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক। প্রতিনিধি দলটি গত রবিবার বাংলাদেশ সফর শুরু করেছে।

প্রতিনিধি দলটি সোমবার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করে।

 

ইইউ প্রতিনিধি দল আজ মঙ্গলবার চলমান শ্রমিক ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন নিয়ে আলোচনা করেছে। ট্রেড ইউনিয়ন প্রতিনিধিরা তাদের সমস্যা তুলে ধরার পাশাপাশি মানবাধিকার ও শ্রম অধিকার পরিস্থিতির উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

ইইউ প্রতিনিধি দলটি মঙ্গলবার ঢাকায় সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের সঙ্গে তার দপ্তরে বৈঠক করেছেন।

ওই বৈঠকে তারা শ্রম খাতের জন্য জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেছেন বলে জানা গেছে। 

 

এদিকে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গেও বৈঠক করেছে ইইউ প্রতিনিধি দল। ওই বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর মূখ্য সচিব তাদের বলেছেন, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে।

ইইউ প্রতিনিধি দলের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক বৈঠকটি হবে বুধবার পররাষ্ট্র, বাণিজ্য ও শ্রম সচিবের সঙ্গে।

সেই বৈঠকে শ্রম আইন সংশোধনের পরের পরিস্থিতি, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ইপিজেড) শ্রম অধিকার সুরক্ষা, সব ধরনের শিশু শ্রম বিলোপ, শ্রমিকবিরোধী সব ধরনের সহিংসতা, নিপীড়ন, হয়রানি, অন্যায্য শ্রম চর্চার নিরসন এবং শ্রম ইউনিয়ন বিরোধী তৎপরতা রোধ, শ্রমিকদের ন্যায়সঙ্গত ট্রেড ইউনিয়ন চর্চায় সব ধরনের প্রতিবন্ধকতার অপসারণ এবং ন্যূনতম মজুরি ও বাধ্যতামূলক শ্রম বন্ধের মতো বিষয়গুলোতে আইএলও সনদ অনুসমর্থনের পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

 

ইইউ প্রতিনিধি দলটি বুধবার বিকালে বাণিজ্যমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। রাতেই প্রতিনিধি দলটির প্রধান ঢাকা ছাড়বেন।

প্রতিনিধি দলের অপর সদস্যরা আগামী বৃহস্পতিবার ঢাকার অদূরের একটি পোশাক কারখানা পরিদর্শনের মাধ্যমে সফর শেষ করবেন।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন