বলিউডের অন্যতম জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’। সাতটি সফল সিজনের পরেও চলতি বছর শুরু হয়েছে এর নতুন সিজন। সম্প্রতি এই শোতে হাজির হয়েছেন ননদ-বৌদি জুটি কারিনা কাপুর-আলিয়া ভাট। দুজনের হাসি আড্ডায় জমে উঠেছে পুরো অনুষ্ঠান।
অনুষ্ঠানটি আগামীকাল প্রচারিত হলেও এপিসোডের প্রোমো ঘিরে ইতিমধ্যেই শোরগোলের শেষ নেই।
‘কফি উইথ করণ’ শো তে কারিনা কাপুর ও আলিয়া ভাট
প্রোমো তে দেখা যায়, করণের সঙ্গে খোলামেলা আলোচনায় আলিয়া জানান, রণবীরের সঙ্গে আজকাল প্রায়শই তার ঝামেলা বেঁধে যাচ্ছে কন্যা রাহাকে নিয়ে। কে রাহার সঙ্গে বেশি সময় কাটাচ্ছে, সেই নিয়ে মান-অভিমান হয় দুজনের! আলিয়া প্রায়ই নাকি অভিযোগ করেন, ‘তুমি রাহার সঙ্গে অনেক সময় কাটিয়েছো, এবার একটু আমাকে দাও’। এই সমস্যার সমাধানে এগিয়ে আসেন অভিজ্ঞ কারিনা।
দুই সন্তানের জননী তিনি। তার স্পষ্ট কথা, ‘এটা তো আসলে একটা সংকেত। আরেকটা সন্তান নিয়ে নাও, তাহলে দুজনের দুটো সন্তান থাকবে,দুজনেই একজনের সঙ্গে সময় কাটাতে পারবে’। ননদের এই কথা একেবারে ফেলে দেননি আলিয়া।
খানিক লাজুক হাসি দিলেন। এ নিয়েই শুরু হচ্ছে জল্পনা। তাহলে কি দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন রণবীর আলিয়া জুটি।
আলিয়া ভাট ও কারিনা কাপুর
কারিনার মতো মাত্র ২৯ বছর বয়সেই বিয়ে করে মা হওয়ার সিদ্ধান্ত নেন আলিয়া। ২০২২ সালে চার হাত এক হয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের।
বিয়ের সাত মাসের মধ্যে মা হয়ে সকলকে চমকে দিয়েছিলেন আলিয়া ভাট। মেয়েকে সামলেই নিজের অভিনয় ক্যারিয়ার চালিয়ে যাচ্ছেন আলিয়া। তাকে শেষ দেখা গিয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’। অন্যদিকে, কারিনাকে শেষ দেখা গিয়েছে নেটফ্লিক্সের ‘জানে জান’ ছবিতে। তার পরবর্তী কাজ আসছে হংসল মেহেতার ‘দ্যা বাকিংহাম মার্ডারস’।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন