মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকারের সরকারি অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবির ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে তিনি বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেন।
ইউএনও জানান, বুধবার সকাল থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন লোকজনের কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয়ে টাকা দাবি করে। কিন্তু যাদের কল করা হয়েছে তারা প্রতারণার বিষয়টি বুঝতে পেরে বিষয়টি আমাকে অবগত করেন।
ইউএনও আরও জানান, এ ব্যাপারে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, এ বিষয়ে জিডি পেলে কারা সিমটি ক্লোন করেছে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন