অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম

বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বাবর আজম। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্ট শেয়ার করে নিজেই এ খবর জানিয়েছেন বাবর। পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা করেন বাবর।

পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপার জানায়, বাবরকে সাদা বলের দুই ফরম্যাটের দায়িত্ব ছেড়ে শুধু টেস্ট অধিনায়কত্ব রাখতে বলা হয়েছিল।

কিন্তু এই প্রস্তাবে রাজি হননি তিনি।

 

পদত্যাগ বার্তায় বাবর লিখেছেন, ‘এ সময়ে আমি মাঠ ও মাঠের বাইরে নানা উত্থান-পতনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। তবে সব সময়ই ক্রিকেট বিশ্বে পাকিস্তানের গৌরব ও সম্মান বজায় রাখার দিকে লক্ষ্য রেখেছি।’

২০১৯ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের দায়িত্ব পান বাবর আজম।

পরের বছর পাকিস্তান টেস্ট দলের নেতৃত্ব পান। নেতৃত্বে দলকে ভালোভাবে টেনে নিয়ে যাচ্ছিলেন বাবর। কিন্তু ভারত বিশ্বকাপে পাকিস্তান সেনিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় বাবরের অধিনায়কত্ব সমালোচনার মুখে পড়ে।

 

বাবরের পদত্যাগের আগে থেকে অবশ্য পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো বলে আসছিল, পাকিস্তানের পরবর্তী টেস্ট সিরিজে অধিনায়ক হতে পারেন শান মাসুদ, টি-টোয়েন্টির দায়িত্ব পেতে পারেন শাহীন আফ্রিদি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন