বলিউডে এখন বড় বড় তারকাদের প্রায়ই এক ফ্রেমে দেখা যাচ্ছে। পিছিয়ে নেই দক্ষিণের তারকারাও। একে অন্যের সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির থাকছেন, যৌথভাবে করছেন অভিনয়। তবে টলিউডে এই দৃশ্য খুব একটা চোখে পড়ে না।
যদিও সময় বদলে যাচ্ছে। সামনে টলিউডের মহাতারকাদের এক ফ্রেমে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন দর্শক-অনুরাগীরা। আর কলকাতার দর্শকদের সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে শিগগিরই! এমনটাই অবশ্য জানালেন টলিউড সুপারস্টার জিৎ।
এই মুহূর্তে বলিউডে নতুন ট্রেন্ড, মেগাস্টারদের একে অন্যের সিনেমায় হাজির হওয়া।
এই যেমন শাহরুখের ‘পাঠান’-এ হাজির ছিলেন সালমান খান। এবার ‘টাইগার ৩’-এ এলেন শাহরুখ খান। ‘টাইগার ৩’-এর ক্লাইম্যাক্সে এলেন হৃতিকও। তবে যদি টলিউডেও এমনটা হয়?
সম্প্রতি এমনই এক প্রশ্ন রাখা হয়েছিল টলিউডের নায়ক জিৎয়ের কাছে।
প্রশ্ন ছিল, এক ফ্রেমে কি দেখা যাবে দেব, জিৎ ও প্রসেনজিৎকে?
এই প্রশ্নের উত্তরে জিৎ বলেন, ‘একবার মুম্বাই যাওয়ার পথে বুম্বাদার (প্রসেনজিৎ) সঙ্গে এমন কথা হয়েছিল। আমার দিক থেকে কোনো আপত্তি নেই। যদি ভালো স্ক্রিপ্ট পাই, তাহলে এ রকম ছবি হতেই পারে। তবে ক্যামিও নয়। বরং তিনজনেরই থাকবে সমান চরিত্র।
আমার মনে হয় দর্শকও সেটাই চাইবেন। এখন শুধু সঠিক গল্পের অপেক্ষায় রয়েছি।’
টলিউডে অবশ্য এর আগে একই ছবিতে কাজ করেছেন দেব ও জিৎ। ছবির নাম ‘দুই পৃথিবী’। অন্যদিকে ‘জুলফিকার’ ও ‘কাছের মানুষ’ ছবিতে দেখা গিয়েছিল দেব ও প্রসেনজিৎকে। এবার পালা তিন সুপারস্টারের একসঙ্গে পর্দায় আসার। আর সেই অপেক্ষায় রয়েছেন তিন তারকার অনুরাগীরাও।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন