শিগগিরই বিয়ের পিঁড়িতে বিজয়-তামান্না!

বেশ কয়েকমাস ধরেই প্রকাশ্যে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বলিউডের উঠতি তারকা বিজয় ভার্মা। দুজনের মাঝে প্রেমের সম্পর্ক চলছে। প্রায়ই দুজনকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যায়। শুরুতে একাধিকবার দুজনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলেও দুজনেই নিজেদের সম্পর্কের বিষয়ে নীরব ছিলেন।

তবে জুন মাসে একে অন্যের প্রতি ভালোলাগা ও একসঙ্গে সময় কাটানোর বিষয়টি স্বীকার করেছেন তামান্না। আর দুজনের সম্পর্ক এখন গড়াতে যাচ্ছে বিয়ের পিঁড়ি পর্যন্ত। এমনটাই শোনা যাচ্ছে সম্প্রতি। 

 

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, প্রেমের খবর প্রকাশ্যের আনার পর থেকে বাড়ি থেকে বিয়ের জন্য চাপ আসছে তামান্নার উপর।

সে কারণেই খুব জোর দিয়ে বিয়ের ভাবনাচিন্তা শুরু করেছেন এই প্রেমিক জুটি। মেয়ের বয়স বাড়ছে, সেই কারণেই নাকি ৩৩ বছরের তামান্নাকে পাত্রস্থ করতে চাইছে পরিবার। তামান্নার পরিবার একটু সাংস্কৃতিক ঘরানার ও পুরনো দিনের মতবাদে বিশ্বাসী। তাই আধুনিক যুগের লিভ টুগেদারে সায় নেই তাদের।

দ্রুত বিয়ে করে ঘর বাঁধুক তামান্না, এমনটাই চাইছেন অভিনেত্রীর বাবা-মা। 

 

1

একসঙ্গে ডিনার ডেটে বিজয়-তামান্না

একাধিক প্রতিবেদনে উঠে এসেছে, অভিনেত্রী নতুন কোনও সিনেমায় স্বাক্ষর করেননি। ভোলা শঙ্কর এবং রজনীকান্তের সঙ্গে কাভালা গানে নাচার পর লম্বা বিরতিতে রয়েছেন তামান্না। তাই ভক্তদেরও আগ্রহ, তবে কি বিয়ের প্রস্তুতির জন্য বিরতি নিচ্ছেন তামান্না? এদিকে বিজয়ের ঘনিষ্ঠমহল থেকে জানা গেছে, বিয়ের জন্য প্রস্তুত বিজয় নিজেও। খুব শিগগিরই চার হাত এক হবে দুজনের।

তবে এ ব্যাপারে এখনো মুখ খুলেননি তারকা জুটির কেউই।

 

এর আগে, চলতি বছরের জুন মাসে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেছিলেন, ‘১৮ বছর আগ যখন আমি ক্যারিয়ার শুরু করি, ভেবেছিলাম মেরে কেটে এই ইন্ডাস্ট্রিতে আট থেকে দশ বছর কাটাবো। ৩০-এ পা দেওয়ার আগেই বিয়ে করে নেব এবং দুটো বাচ্চাকে নিয়ে সংসার করব। তবে ভগবান আমার জন্য অন্য প্ল্যান করে রেখেছিলেন।’ 

অন্যদিকে প্রেমিক বিজয়ের সম্পর্কে বলতে গিয়ে তামান্না জানিয়েছিলেন, ‘ও এমন একজন যার সঙ্গে খুব সহজেই আমি একাত্ম হতে পেরেছি। যে নিজেকে সম্পূর্ণভাবে আমার প্রতি সমর্পণ করেছে, আমিও তাই নিজেকে আর ঠেকিয়ে রাখিনি। উচ্চাকাঙ্খী নারীদের একটা সমস্যা হল আমাদের মনে হয় সবকিছুর জন্য আমাদের খুব কঠিন লড়াই লড়তে হবে। আমি নিজের জন্য একটা পৃথিবী তৈরি করে রেখেছি, আর সেখানে একটা মানুষ সেই জগতটাকে আপন করে নিয়েছে, আমাকে তার জন্য কোনও ঝক্কি পোয়াতে হয়নি। বিজয় এমন একজন মানুষ যার প্রতি আমি ভীষণরকমভাবে যত্নশীল।’

বিজয় ও তামান্নাকে সর্বশেষ একত্রে দেখা গেছে  ‘লাস্ট স্টোরিজ ২’-এ। এই ওয়েব ফিল্মটিতে কাজ করতে গিয়েই একে অন্যের প্রেমে পড়েন দুজন।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন