দখলকৃত এলাকায় ইউক্রেনীয় সেনাদের অবস্থান, স্বীকার করল রাশিয়া

gbn

রাশিয়া বুধবার প্রথমবারের মতো বলেছে, ইউক্রেনীয় সেনাদের ‘ছোট দল’ দনিপ্রো নদীর রুশ নিয়ন্ত্রিত পাশে অবস্থান নিয়েছে।

মস্কো নিযুক্ত ইউক্রেনের খেরসন অঞ্চলের প্রধান ভ্লাদিমির সালদো টেলিগ্রামে একটি পোস্টে বলেছেন, কিছু ইউক্রেনীয় সেনাকে দনিপ্রো নদীর পূর্ব তীরের ছোট গ্রাম ক্রাইঙ্কিতে ‘অবরুদ্ধ’ করা হয়েছে। তারা রুশ আর্টিলারি, রকেট ও ড্রোনের ‘হামলার’ মুখোমুখি হয়েছে।

সুবিশাল দনিপ্রো নদী গত বছর থেকে দক্ষিণ ইউক্রেনের ফ্রন্টলাইনকে বিভক্ত করেছে।

পশ্চিম দিক ইউক্রেনের নিয়ন্ত্রণে এবং বিপরীত দিক রাশিয়ান বাহিনীর।

 

সালদো বুধবার বলেন, পূর্ব তীর বরাবর প্রসারিত ‘শত্রুর প্রায় দেড় কম্পানি রয়েছে, অধিকাংশই ছোট দলে’।  রাশিয়ার বার্তা সংস্থা তাস অনুসারে, রুশ সামরিক ব্যবস্থায় একটি কম্পানি ৪৫ থেকে ৩৬০ জন সেনা নিয়ে গঠিত।

ভ্লাদিমির সালদো বলেছেন, ‘আমাদের অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

ক্রাইঙ্কিতে শত্রুকে অবরুদ্ধ করা হয়েছে। তাদের জন্য একটি জ্বলন্ত নরকের ব্যবস্থা করা হয়েছে—বোমা, রকেট, ভারী শিখা নিক্ষেপকারী সিস্টেম, আর্টিলারি শেল, ড্রোন।’

 

সালদোর মন্তব্য হচ্ছে এমন একজন জ্যেষ্ঠ রুশ কর্মকর্তার প্রথম স্বীকারোক্তি, যা রুশ নিয়ন্ত্রিত নদীর তীরে ইউক্রেনের কিছু অবস্থান নিশ্চিত করতে পেরেছে। তবে এসব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

 

ক্রেমলিন এ সপ্তাহের শুরুতে কিছু ইউক্রেনীয় সেনা নদী পার হওয়ার খবরে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেছিল, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিষয়টি সম্পর্কে প্রশ্নের উত্তর দেওয়া উচিত। মন্ত্রণালয় অবশ্য প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান অ্যান্ড্রি ইয়ারমাক মঙ্গলবার বলেছেন, ইউক্রেনীয় বাহিনী ‘দনিপ্রোর বাম তীরে পা রেখেছে’। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

সূত্র : এএফপি

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন