নিউইয়র্কের আশা হোম কেয়ার পেল এম্পয়ার ব্লুক্রস এচিভমেন্ট এওয়ার্ড

নিউইয়র্কের বাংলাদেশী মালিকানাধীন আশা হোম কেয়ার এম্পয়ার ব্লুক্রস ব্লুশিল্ড (Empire BlueCross BlueShield) ২০২২ সালের এচিভমেন্ট এওয়ার্ড পেয়েছে।
মঙ্গলবার দুপুরে আশা হোম কেয়ার জ্যামাইকা কপোরেট কার্যালয় পরিদর্শন এবং এওয়ার্ড ক্রেষ্ট ও উপহার চেক তুলে দেন Empire bluecross BlueShield (Integra) ডিরেক্টর এল সাইমমন্স এবং ম্যানেজার জোবেড লাপয়েন্টস।
পুরুষ্কার গ্রহন করেন আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমান ও পরিচালক ঈশা রহমান।
এসময় আশা সোসাল ডে কেয়ারের কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাত্র ৬ বছরের পথচলায় হোম কেয়ার ও ডে কেয়ার সেবায় অসামান্য অর্জনে নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহায়তায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আকাশ রহমান।
তিনি বলেন, এ অর্জন বাংলাদেশীদের অর্জন। কমিউনিটির সেবায় সব সময় পাশে থাকার অংগীকার ব্যক্ত করেন ইঞ্জিনিয়ার আকাশ রহমান। জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন