মিলন মাহমুদ : আজকে বুধবার রুয়ান্ডায় আশ্রয়প্রার্থীদের নির্বাসন করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ফ্ল্যাগশিপ পরিকল্পনা সুপ্রিম কোর্ট বেআইনি বলে রায় দিয়েছেন | আদালত স্পষ্ট করে বলেছেন ব্রিটেনে আশ্রয় প্রার্থীদের তৃতীয় দেশ রুয়ান্ডা পাঠালে সেটা ইউরোপীয় মানবাধিকার আদালতের (ইসিএইচআর) লঙ্ঘন হবে কারণ সেখানে একটি “প্রকৃত ঝুঁকি” ছিল যে তারা “নিপীড়ন বা অন্যান্য অমানবিক আচরণের” সম্মুখীন হওয়ার জন্য তাদের নিজ দেশে ফেরত যেতে পারে।সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট লর্ড রিড রায়ে স্পষ্ট করে ছিলেন যে শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, এর মূল্যায়নে বিশ্বাস করা উচিত যে রুয়ান্ডা আশ্রয়প্রার্থীদের জন্য নিরাপদ দেশ নয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন