চার মিনিটের ঝড়ে ব্রাজিলকে হারিয়ে দিল কলম্বিয়া

শুরুতে এগিয়ে গিয়েছিল ব্রাজিলই। কিন্তু ব্যবধান শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। লুইস দিয়াজের চার মিনিটের ঝলকে দুর্দান্ত প্রত্যাবর্তনে দারুণ জয় পেয়েছে কলম্বিয়া। ৭৫ ও ৭৯ মিনিটে দুই গোল করে কলম্বিয়াকে ২-১ গোলের জয় এনে দিয়েছেন দিয়াজ।

এতে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা দুই ম্যাচ হারল সেলেসাওরা। তাতে পয়েন্ট তালিকার পাঁচে নেমে গেছে ফার্নান্দো দিনিজের দল।

 

 

গত মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচেই জয়হীন ছিল ব্রাজিল। ভেনিজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র'য়ের পর উরুগুয়ের কাছে হেরে গিয়েছিল ২-০ ব্যবধানে।

কলম্বিয়ার বিপক্ষে জয়ের ফেরার প্রত্যাশা করলেও তা বাস্তবে রুপ দিতে পারেনি সেলেসাওরা। বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে প্রথমবার টানা দুই হারের লজ্জার রেকর্ড সঙ্গী হল ব্রাজিলের।

 


 

জয়ে ফেরার চ্যালেঞ্জে শুরুটা দারুণ করে ব্রাজিল। প্রথম মিনিট থেকেই আক্রমণে উঠে চতুর্থ মিনিটেই পেয়ে যায় এগিয়ে যাওয়ার রসদ।

ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো পাসে দারুণ শটে বল জালে পাঠান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। এরপর ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালায় কলম্বিয়াও। কিন্তু সেলেসাও রক্ষণ ভাঙ্গতে পারেনি। প্রথমার্ধে অবশ্য বড় ধাক্কা খায় ব্রাজিল। চোট নিয়ে মাঠ ছাড়েন ভিনিসিয়ুস জুনিয়র।

তাতে আক্রমণে শক্তি হারায় সেলেসাওরা। 

 

 

একের পর আক্রমণ চালিয়েও এই অর্ধে সমতায় ফিরতে পারেনি কলম্বিয়া। মধ্যবিরতি থেকে ফিরে ব্যবধান বাড়ানোর জন্য হুমড়ে পড়ে ব্রাজিল। টানা কয়েকটি আক্রমণ চালায় দিনিজের দল। কিন্তু রাফিনিয়া-রদ্রিগোরা তা কাজে লাগাতে পারেনি। এদিকে লুইস দিয়াজ হুমকি ছড়াচ্ছিলেন ব্রাজিলের বক্সে। ৭৫ মিনিটে পেয়ে যাত কাঙ্ক্ষিত গোলও। সতীর্থের হেডে ছয় গজ বক্স থেকে হেডে বল জালে পাঠান দিয়াজ। চার মিনিটের ব্যবধানে আবারো দিয়াজ ঝলক। ৭৯ মিনিটে আবারো হেডে গোল করে কলম্বিয়াকে আনন্দে ভাসান দিয়াজ।

 

ম্যাচের বাকি সময়ে ব্যবধান ধরে রেখে দুর্দান্ত জয় তুলে নেয় কলম্বিয়া। পাঁচ ম্যাচে দুই জয় ও তিন ড্র'য়ে ৯ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে তারা। একমাত্র দল হিসেবে তারাই এখন বাছাইয়ে অপরাজিত আছে। অন্য ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরে গেছে আর্জেন্টিনা।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন