সিলেট নাশকতাকারীর তথ্য দিলে মিলবে অর্থ পুরস্কার

সিলেট মহানগরীতে অগ্নিসন্ত্রাসী ও নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেবে পুলিশ। যেকোনও ধরনের নাশকতার তথ্য মহানগর পুলিশের কন্ট্রোল রুম ও ছয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দিয়ে সহযোগিতা করলেই মিলবে ২০ হাজার টাকা।

তথ্যটি গনমাধ্যমেকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম।

 

 


তিনি জানান, পুলিশ সব সময় জনগণের জানমালের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। কেউ যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য পুলিশ বিভিন্ন ধাপে কাজ করছে। অপরাধী যে-ই হোক তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মহানগর পুলিশ যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সব সময় প্রস্তুত এবং নগরবাসীর পাশে আছে। মহানগরীকে নিরাপদ রাখতে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।


পুলিশ কমিশনার আরও বলেন, ‘পুলিশকে অগ্নিসন্ত্রাসী ও নাশকতাকারীদের তথ্য দিলে পুরস্কার হিসেবে তথ্যদাতাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।’ যেকোনও ধরনের নাশকতা তথ্য পুলিশ কন্ট্রোল রুম ও মহানগর পুলিশের ছয়টি থানার ওসিকে অবহিত করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন