বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে   বিক্ষোভ মিছিলে উত্তাল মৌলভীবাজার

এস এম ফজলু মৌলভীবাজার ||
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নবী প্রেমিকদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার শহর। বুধবার (২৮ অক্টোবর) বাদ আসর টাউন দেওয়ানি মসজিদ সম্মুখ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী পয়েন্টে এসে শেষ হয়।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার শহর শাখার সভাপতি মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে ও শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, জেলা আল ইসলাহ’র সভাপতি মুফতি মাওলানা শামসুল ইসলাম,সহ সভাপতি মাওলানা মকবুল হোসাইন খান, সাধারণ সম্পাদক এমএ আলিম, মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিয মাওলানা আলাউর রহমান টিপু, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান সানি, প্রচার সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, জেলা আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক হাফিয মাওলানা এনামুল হক,সৈয়দ ইউনুছ আলী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসহাক আহমদ,জেলা তালামীয আহ্বায়ক এমএ জলিল, সদস্য জিল্লুর রহমান, জেলা আল ইসলাহ অফিস সম্পাদক শফিকুল আলম সুহেল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উলুয়াইল আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা বশির আহমদ, উত্তর মুলায়ম আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম, শহর আল ইসলাহ’র সভাপতি কাজী মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সদর আল ইসলাহ সভাপতি কবির আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক লিয়াকত আলী,জেলা তালামীয সাবেক সভাপতি ফয়জুল ইসলাম,নিলুর রহমান, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন কামরান, শেখ কাদের আল হাসান, জেলা আহ্বায়ক সদস্য কাওছার আহমদ, সদর উপজেলা সভাপতি মুজিবুর রহমান আজহার,মাদরাসা সভাপতি সৈয়দ শাহেদুল ইসলাম,কলেজ সভাপতি দেলওয়ার হোসেন সিবার,জেলা সদস্য শাহ সামাউন কবীর,মোস্তাকুর রহমান সাদিক, রাজনগর উপজেলা সহ সভাপতি সিরাজুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম প্রমুখ। 
বক্তারা অনতিবিলম্বে জাতীয়ভাবে ফ্রান্সের পন্য বর্জন সহ কুটনৈতিক সম্পর্ক না রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে তাদের দাঁতভাঙা জবাব দেওয়ার মাধ্যমে পতন সুনিশ্চিতের কঠিন হুঁশিয়ারি দেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন