মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মজিদপুর এলাকার থেকে আফসার হামিদ কাইফ নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।
১৫ নভেম্বর (বুধবার) বেলা ২ টার দিকে নিজ বাড়ি থেকে স্থানীয় মজিদপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয় কাইফ। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা।
এ ঘটনায় নিখোঁজ কিশোরের মা রিমা বেগম রাজনগর থানায় একটি জিডি এন্ট্রি করেছেন।
নিখোঁজ কাইয়ের পারিবারিক সূত্রে জানা যায়, রাজনগর উপজেলায় মজিদপুর বাজারে লাবনী ফ্যাশন নামে কাইফের বাবার একটি কাপড়ের দোকান রয়েছে। বুধবার বেলা ২টার দিকে নিজ বাড়ি থেকে বাবারর দোকানের উদ্দেশ্যে বের হয় কাইফ। এরপর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে নিখোঁজ কাইফের মা রাজনগর থানায় জিডি এন্ট্রি করেছেন (রাজনগর থানার জিডি নং- ৭০৮, তারিখ- ১৫/১১/২০২৩ ইং)।
নিখোঁজ কায়িফের বয়স ১৫ বছর। উচ্চতা আনুমানিক ৫ ফুট। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কোন সহৃদয় ব্যক্তি তার কোন সন্ধান পেলে ০১৭২৬-৫৬০৯৪৯ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন