বিশ্বকাপ সমাপনীতে চমক দেখাবে ভারত

৫ অক্টোবর পর্দা উঠেছিল ভারত বিশ্বকাপের। আগামী ১৯ নভেম্বর ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল দিয়ে শেষ হবে এবারের আয়োজন। বিশ্বকাপের শুরুতে স্বাগতিকরা জমকালো উদ্বোধনী অনুষ্ঠান করবে বলে জানা গেলেও সেটি আলোর মুখ দেখেনি। এবার শোনা যাচ্ছে, চমক থাকবে বিশ্বকাপ সমাপনীতে।

 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিজের নামাঙ্কিত বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা আছে হলিউডের বিখ‌্যাত গায়িকা ডুয়া লিপার। এ ছাড়া পারফর্ম করার কথা বলিউডের গায়ক প্রীতমের।

সমাপ্তি অনুষ্ঠানের সেরা আকর্ষণ বলা হচ্ছে ভারতের বিমানবাহিনীর সূর্যকিরণ অ‌্যারোবেটিক টিমের এয়ার শো-কে। বিশ্বকাপ ফাইনাল শুরুর পূর্বে ১০ মিনিট পারফর্ম করবে তারা।

 

বিশ্বকাপ শুরুর আগে শোনা গিয়েছিল, ম্যাচের আগের দিন অর্থাৎ ক্যাপ্টেনস মিটের পর হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু তা হয়নি।

যদিও ভারত-পাকিস্তান ম্যাচের আগে একটি অনুষ্ঠান হয়েছিল। সেখানে দুই ভাগে পারফর্ম করেছিলেন ভারতের একাধিক সংগীতশিল্পী। ওই ম্যাচ শুরু হওয়ার আগে সুরের জাদুতে আহমেদাবাদকে মোহিত করেছিলেন অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিং ও সুনিধি চৌহান। 

 

ইনিংস বিরতিতে পারফর্ম করেছিলেন দর্শন রাভাল ও নেহা কক্কর। অবশ্য ওই অনুষ্ঠানটি সম্প্রচারকারী চ্যানেলে প্রচার করেনি।

তাই স্টেডিয়ামে থাকা দর্শকরা ছাড়া বাকি ক্রিকেটভক্তরা এই বিনোদনের পসরা উপভোগ করতে পারেনি। এবার কি সেই সুযোগ পাচ্ছেন সমর্থকরা?

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন