ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে শুক্রবার (১৭ নভেম্বর) ভোর থেকে সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বৃষ্টিপাতও। শুক্রবার দিনভর বৃষ্টির কারণে বিপাকে পড়তে হয়েছে মহানগরবাসীকে। শুক্রবার ছুটির দিনে সরকারি অফিস-আদালত বন্ধ থাকায় সিলেটে লোকজনের চলাচল ছিল খুবই সীমিত। এরপরও যারা প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন, বৃষ্টির কারণে তারা দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে ভোগান্তি সয়েছেন নিম্ন আয়ের মানুষেরা।
শুক্রবার সকার থেকে ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট জেলায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছেন, শনিবার (১৮ নভেম্বর) থেকে বৃষ্টির প্রবণতা কমে যাতে পারে। রোববার সিলেটের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, ঘুর্ণিঝড়ের প্রভাবে সিলেটজুড়ে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে বৃষ্টি হচ্ছে। দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে সিলেট বিভাগে শনিবারও বৃষ্টি হতে পারে। তবে সে পরিমাণ কম থাকবে। সিলেট জেলায় ১২ ঘন্টায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি শীত নামিয়ে আনতে কিছুটা সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন এই আবহাওয়াবিদ।
নিম্নচাপ কেটে যাওয়ার পর কয়েকদিনের ব্যবধানে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এ মাসের শেষ দিকে আবার একটি নিম্নচাপ হতে পারে বলেও আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন