ডিজনির অন্যতম জনপ্রিয় এনিমেশন চলচ্চিত্র ‘মোয়ানা’কে এবার নতুন আঙ্গিকে পর্দায় আনতে যাচ্ছেন হলিউড তারকা ডোয়াইন জনসন। সম্প্রতি একটি জনপ্রিয় পডকাস্টে এই ঘোষণা করেন ‘রক’খ্যাত ডোয়াইন জনসন।
জিমি ফ্যালনের ‘দ্য টুনাইট শো’তে কথোপকথনের সময়, ডোয়াইন প্রকাশ করেন যে মোয়ানা নিয়ে বড় মাপের অ্যাকশনধর্মী চলচ্চিত্র করতে যাচ্ছেন ডোয়াইন। তিনি বলেন, ‘আমার পরবর্তী প্রকল্প যেটির শুটিং করব তা হলো মোয়ানা।
এটি একটি লাইভ-অ্যাকশন সংস্করণ হবে।’
নিজের আসন্ন এই প্রজেক্ট নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন ডোয়াইন।
এনিমেশন চলচ্চিত্র ‘মোয়ানা’
সঞ্চালক জিমিকে ডোয়াইন আরো জানান, হ্যামিল্টন পরিচালক টমাস কাইল আসন্ন প্রজেক্টটি পরিচালনা করবেন। সিনেমাটির গীতিকার হিসেবে সঙ্গে থাকবেন লিন ম্যানুয়েল ও মিরান্ডা হিসেবে যারা এনিমেটেড সিনেমাটিতেও মূল সংগীত দিয়েছিলেন।
শো চলাকালীন ডোয়াইন ‘মোয়ানা’ থেকে তার চরিত্রের হিট গান ‘ইউ আর ওয়েলকাম’ গানটিও গেয়ে শোনান।
এই বছরের শুরুর দিকে এপ্রিলে ডিজনির ২০২৩-এর শেয়ারহোল্ডার মিটিং চলাকালীন মোয়ানার লাইভ-অ্যাকশন সিনেমাটি পুনর্নির্মাণের বিষয়ে ঘোষণা দিয়েছিলেন ডোয়াইন। এমনকি ইনস্টাগ্রামে সিনেমাটি সম্পর্কে এই তারকা লিখেছেন, ‘এটি ঘোষণা করতে পেরেছি যে আমরা মোয়ানার সুন্দর গল্পটিকে লাইভ অ্যাকশনের মোড়কে বড় পর্দায় নিয়ে আসছি! এই গল্পটি আমাদের সংস্কৃতি এবং আমাদের জনগণের করুণা, হৃদয় ও সংগ্রামী শক্তির প্রতীক।’
মোয়ানার আসন্ন চলচ্চিত্রটি ২০২৫ সালের ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেও জানান এই অভিনেতা।
২০১৬ সালে মুক্তি পায় এনিমেটেড চলচ্চিত্র ‘মোয়ানা’। সিনেমাটি পরিচালনা করেছেন রন ক্লেমেন্টস এবং জন মুস্কার। এতে মোয়ানা চরিত্রে কণ্ঠাভিনয় করেন আউলি ক্রাভালিও এবং অন্যান্য চরিত্রে কণ্ঠ দেন ডোয়াইন জনসন। পলিনেশিয়ার এক গ্রামপ্রধানের তীব্র ইচ্ছাশক্তির অধিকারী মেয়ে মোয়ানাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটি। এক পৌরাণিক দেবীর হৃদয় পুনরুদ্ধারের জন্য মহাসাগর তাকে নির্বাচন করে।
তার দ্বীপে অশুভ প্রভাব দেখা দিলে তার লোকজনকে এই বিপদ থেকে রক্ষার আশায় টি ফিটির হৃদয় উদ্ধার করার উদ্দেশ্যে সে কিংবদন্তি উপদেবতা মাওয়ির খোঁজে সমুদ্রযাত্রায় বেরিয়ে পড়ে। এই রোমাঞ্চকর যাত্রা নিয়েই নির্মিত মোয়ানা।
এনিমেশন সিনেমাটি সমালোচকদের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পায়। বিশ্বব্যাপী মোট ৬৪৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে নেয় মোয়ানা। অস্কারেও দুটি একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল এটি। একটি হলো সেরা এনিমেটকৃত চলচ্চিত্রের জন্য এবং অন্যটি সেরা গানের জন্য একাডেমি অ্যাওয়ার্ড (হাউ ফার আই উইল গো)।
সূত্র : পিপল ডটকম
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন