সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনা : স্ত্রীর পর মারা গেলেন স্বামীও

সিলেট-তামাবিল মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। হাসপাতালে নেওয়ার পর স্ত্রী ও প্রায় ৬-৭ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর স্বামী মারা যান। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে সড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার খাদিমপাড়ার মৃত হযরত আলীর ছেলে বাদশা মিয়া (৬০) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৫৩)।

 

 

তামাবিল হাইওয়ে পুলিশ জানিয়েছে, জাফলং থেকে সিলেটগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন যাত্রী ও চালক আহত হন। তাদের উদ্ধার করে প্রথম জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক যাত্রী রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন। বাদশা মিয়া ও চালক মিজানুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাদশা মিয়া। 

আহত অটোরিকশা চালক মিজানুর রহমান (২৫) ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন