সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় রয়েছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরেছেন সাবেক এই বিশ্বসুন্দরী। সম্প্রতি মুক্তি পেয়েছে তার জনপ্রিয় সিরিজ ‘আরিয়া’-এর দ্বিতীয় সিজন। সিরিজটির মাধ্যমে নতুন করে আলোচনায় রয়েছেন সুস্মিতা।
এছাড়াও ভারতের ধনকুবের ও ক্রিকেট সংগঠক ললিত মোদির সঙ্গে সম্পর্কের বিষয়েও শিরোনামে উঠে আসছে অভিনেত্রীর নাম।
এরইমধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও নাম উঠেছে অভিনেত্রীর। বিশ্বসুন্দরী খেতার জেতার পর ট্রাম্পের ফ্র্যাঞ্চাইজিতে তার অধীনে কাজ করেছেন সুস্মিতা, ট্রাম্প ছিলেন তার বস, এমনটাই শোনা যাচ্ছে। তবে ট্রাম্পকে নিজের বস হিসেবে অস্বীকার করলেন অভিনেত্রী।
জানালেন, তিনি কখনোই ট্রাম্পের অধীনে ছিলেন না। ট্রাম্প তার বস ছিলেন না।
ভারতীয় সংবাদ মাধ্যম ‘মিড ডে’-এর সাথে একটি সাম্প্রতিক আলোচনায় সুস্মিতা সেন জানিয়েছেন যে তিনি তার জুয়েলারি প্রতিষ্ঠান রেনি জুয়েলার্সের দায়িত্ব পরিচালনা করার সময় তার কাছে একটি অফার আসে। তিনি বলেন, “মিস ইউনিভার্স সংস্থা আমাকে ডেকে জিজ্ঞাসা করেছিল আমি ফ্র্যাঞ্চাইজি নিতে চাই কিনা।
আমি ছিলাম, ‘কি? সত্যিই?’ যেন এটি একটি স্বপ্ন আমার জন্য! এটা এক ধরনের প্রতিদান আমার কাজের। আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম যে এটি কোন ধরনের ফ্র্যাঞ্চাইজি, কারণ আমি সরাসরি বিক্রেতাদের সাথে জড়িত ছিলাম না। তবে আমি বুঝতে পেরেছিলাম কিভাবে লোকেদের সাথে ডিল করতে হয়। আমি ফ্র্যাঞ্চাইজিটি গ্রহণ করি এবং তাদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করি। সেই সময়ে এটি ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ছিল।
”
সুস্মিতা বলেন, ‘আমি ২০১০ সালে ফ্র্যাঞ্চাইজিটি গ্রহণ করি। আমি এটিকে ‘আই অ্যাম শি’ নামকরণ করেছিলাম। আমরা প্রথম বছরে ৩০ জন নারীকে প্রশিক্ষণ দিয়েছিলাম এবং তারপরে ২৫ জন করে প্রশিক্ষণ দিয়েছিলাম। প্রচুর সম্ভাবনাময় তরুণী বিশ্বসুন্দরীর প্রতিযোগিতায় পাঠানোর সুযোগ তৈরি করেছি। আমি এই প্রক্রিয়াটিকে পছন্দ করেছিলাম। তবে যাদের সঙ্গে কাজ করেছি তাদের পছন্দ করিনি। তাই ২০১২ সালে ফ্র্যাঞ্চাইজিটি বাদ দিয়েছিলাম।’
ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে সুস্মিতা বলেন, ‘আমি ট্রাম্পের অধীনে ছিলাম না। ডোনাল্ড ট্রাম্প আমার কর্মকালের সময়ে কখনোই আমার বস ছিলেন না। আমি প্যারামাউন্ট কমিউনিকেশন এবং ম্যাডিসন স্কয়ার গার্ডেনের অধীনে কাজ করেছি। তারা মিস ইউনিভার্স ফ্র্যাঞ্চাইজির মালিক ছিলেন। সেই হিসেবে তারা আমার বস ছিলেন।’
সুস্মিতা স্বীকার করে যে তিনি কয়েকটি অনুষ্ঠানে ট্রাম্পের সাথে দেখা করেছিলেন। তবে তিনি ট্রাম্প সম্পর্কে বিস্তারিত কথা বলতে অস্বীকার করেন।
সুস্মিতা অভিনয় থেকে দীর্ঘ বিরতির পর ২০২০ সালে ‘আরিয়া’ দিয়ে ডিজিটাল প্লাটফরমে আত্মপ্রকাশ করেন। রাম মাধবানি পরিচালিত শোটির আগে সুস্মিতাকে ‘দুলহা মিল গ্যায়া’ এবং ‘নো প্রবলেম’-এর মতো চলচ্চিত্রে, তবে সেটিও ছোট চরিত্রে। এ ছাড়া ‘ফালতু’তেও তার একটি ক্যামিও ছিল। ২০১৫ সালে বাংলা চলচ্চিত্র ‘নির্বাক’-এ অভিনয়ের পর অনস্ক্রিনে আর মূল চরিত্রে দেখা যায়নি অভিনেত্রীকে।
এই বছরের শুরুর দিকে মুক্তিপ্রাপ্ত ‘তালি’ দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন সুস্মিতা। এতে একজন হিজড়া কর্মী গৌরী সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করেন সুস্মিতা। সিনেমাটি সমালোচকের প্রশংসা অর্জন করেছে। সম্প্রতি মুক্তি পেয়েছে আরিয়ার তৃতীয় সিজন। সিরিজটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে।
সূত্র : মিড ডে
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন