যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন, তিন বগি পুড়ে ছাই

জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃনগর যমুনা ট্রেনে অগ্নিকাণ্ড হয়েছে। শনিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে ট্রেনটি দাঁড়ালে সেটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে যমুনা ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস রাত ১টায় সরিষাবাড়ি স্টেশনে পৌঁছে।

এর কিছুক্ষণ পরে তারাকান্দি স্টেশনের ছেড়ে যাওয়ার সময় ট্রেনের ‘খ’ বগিতে ধোয়া দেখতে পায় ট্রেনের যাত্রীরা। এ সময় তাদের চিৎকারে ট্রেন থামানো হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিস, পুলিশ, আনসার সদস্য ও স্থানীয়রা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

আগুনে যমুনা এক্সপ্রেস ট্রেনের ক, খ ও গ বগির তিনটি পুড়ে যায়। এ সময় ট্রেন থেকে তড়িঘড়ি করে নামতে গিয়ে ৪ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার রুহুল আমিন বলেন, ‘জামালপুরের সরিষাবাড়িতে যমুনা এক্সপ্রেস নামক ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রাত দেড়টায় পুলিশের পাহারায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানো শুরু করে। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়।’

 

সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে মাষ্টার আব্দুস সালাম জানান, আন্তঃনগর যমুনা এক্সপ্রেস সরিষাবাড়ি স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পরেই ট্রেনের গ বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে ট্রেনের তিনটি বগি আগুনে পুড়ে যায়।

 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, ‘ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দি গামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেসে সরিষাবাড়ি স্টেশন থেকে ছাড়ার পরেই আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে কাজ করছে পুলিশ।’

আজ রবিবার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে। এছাড়াও জামায়াতে ইসলামী ও সমমনা কয়েকটি দল রবিবার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন