ক্রিকেট ছাড়ার পর আরো বেশি ডিপ্রেশনে ভুগছি: জনসন

  জিবিনিউজ 24 ডেস্ক //

মিচেল জনসন, অস্ট্রেলিয়ার এক সময়ের দাপুটে পেসার ছিলেন। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের অন্যতম কান্ডারি ছিলেন তিনি। তারপর ২০১৫ সালের নভেম্বর মাসেই ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন জনসন। পেসার হিসেবে তার সময়কালে বিশ্বের অন্যতম ত্রাস ছিলেন তিনি।

২০০৯ সালে স্যার গ্যারি সোবার্স ট্রফি অর্থাৎ আইসিসির ‘ক্রিকেটার অফ দি ইয়ার’ সম্মানে ভূষিত হন মিচেল জনসন। ফর্ম হারানোর পরে বাদ পড়েন দল থেকেও। ফিরে এসে ২০১৪ সালে ফের জিতে নেন আইসিসির ‘টেস্ট ক্রিকেটার অফ দি ইয়ার’ পুরস্কার। এরপর ২০১৫ সালের নভেম্বর মাসে ক্রিকেটের ২২ গজকে বিদায় জানানোর পরেই শুরু হয় তার জীবনে নানা সমস্যা।

 

এ বিষয়েই এবার মুখ খুললেন জনসন। অকপটে জানালেন একাধিক অজানা কাহিনী। তিনি জানান, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে আমি খুব সমস্যার মধ্যে পড়ি। হঠাৎ করেই আমি বেকার হয়ে যাই। হঠাৎ করেই ‘তুমি তোমার লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছো’ বলে মনে হয়। জনসন বলেন, আমি আমার আত্মবিশ্বাস নিয়ে অনেক সময় সমস্যায় পড়েছি। আমি এখন একটি ট্রানজিশান পিরিয়ডে রয়েছি। অবসরের পরে আমি অনেকবার বুঝতে পেরেছি আমার ডিপ্রেশন হয়েছে। আমি ভুগছি ডিপ্রেশনে। আমি মনে করি আমি ক্রিকেট ছাড়ার পরে আরো বেশি ডিপ্রেশনে ভুগেছি, কারণ ক্রিকেট অনেক সময় মনকে অন্যদিকে ঘুরিয়ে রাখতো। যা অবসরের পরে সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, আমি আমার ক্রিকেট কেরিয়ারে বহুবার এ সমস্যায় ভুগেছি। আমি একটা জিনিস দেখেছি যতো বেশি আমি সক্রিয় থাকব, ততো বেশি এসব সমস্যা থেকে দূরে থাকব।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন