ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ ২’ উন্মোচন করলেন খামেনি

gbn

ইরান রবিবার তার সর্বশেষ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যার নাম ‘ফাত্তাহ ২’। রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। পাশাপাশি দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোকে আহ্বান জানিয়েছেন।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিমানবাহিনী ইউনিটের অন্তর্গত ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পরিদর্শনের সময় খামেনি নতুন ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করেন।

 

‘ফাত্তাহ ২’কে রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লাইড ক্ষমতাসহ একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা করেছে, যা এইচজিভি হাইপারসনিক অস্ত্রের বিভাগে পড়ে। জুন মাসে উন্মোচন করা ইরানের প্রথম অভ্যন্তরীণভাবে উৎপাদিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’র প্রবর্তনের পর এ ঘোষণা এলো।

এ ছাড়া অনুষ্ঠানে খামেনি মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ইসলামী সরকারগুলোর উচিত অন্তত একটি সীমিত সময়ের জন্য ইহুদিবাদী শাসকের সঙ্গে তাদের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা।

 

ইসরায়েলে জ্বালানি ও পণ্য সরবরাহে বাধা দেওয়ার জন্যও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন খামেনি।

এ মাসের শুরুর দিকে খামেনি মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে কঠোর অর্থনৈতিক সম্পর্ক স্থাপন এবং ‘তেল ও খাদ্য রপ্তানি বন্ধ করার’ আহ্বান জানান।

সূত্র : আল অ্যারাবিয়া

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন