ফেসবুকে পরিচয়, যুক্তরাজ্যের ভিসা দেওয়ার নামে প্রতারণা

ফেসবুক পরিচয়ে যুক্তরাজ্যের ভিজিট ভিসা পাইয়ে দেওয়ার কথা বলে সিলেটের এক ব্যক্তি প্রতারণার স্বীকার হয়েছেন। ভিসা পাওয়ার আশ্বাসে ভুক্তভোগীর কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেন যুক্তরাজ্যের ইরা খাতুন নামের এক নারী ও নুরুজ্জামান নামের এক ব্যক্তি।

ভুক্তভোগী ব্যক্তি সিলেট নগরীর শেখঘাটের শুভেচ্ছা ৪০৭ নম্বর বাসার মো. মোক্তার উদ্দিন। তিনি এ ব্যাপারে সিলেট কোতোয়ালী মডেল থানায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) একটি সাধারণ ডায়েরি করেছেন।

 

 

সাধারণ ডায়েরি সুত্রে জানা গেছে, যুক্তরাজ্যে বসবাসরত ইরা খাতুন নামের এক নারী ও নুরুজ্জামানের সাথে ফেসবুকে পরিচয় হয় মো. মোক্তার উদ্দিনের। যুক্তরাজ্যে বসবাসরত ওই নারী ও পুরুষ মোক্তারের সপরিবারকে যুক্তরাজ্যের ভিজিট ভিসা পাইয়ে দেওয়ার কথা বলে। তারা সময় নেয় এক মাস। এরমধ্যে তাদের হোয়াটসআপে +৪৪৭৪২৪৩৭১৫৭৩ ও +৪৪৭৩৭৮৮৮৩৬৪৮ নম্বরে কথাও হয় মোক্তারের। ভিসার জন্য চুক্তি হয় ১০ লাখ টাকা।

চুক্তি অনুযায়ী মোক্তার বিবাদীদের দেশের তিনটি একাউন্টে (জনতা ব্যাংক হিসাব নং ০২৩৩৫৩৯৮৯৩ ছেষট্টি হাজার, ইবিএল এর হিসাব নং ১০৮১৪৪০২৩৬৬৩০-এ পঞ্চাশ হাজার, বিকাশ ০১৮৫৭৮৮২১০১ নাম্বারে পঁচিশ হাজার এবং আরে একটি একাউন্টে ৫৯ হাজার মিলিয়ে) মোট দুই লাখ টাকা নেন। এক মাসের মধ্যে ভিসা না হওয়ায় মোক্তার টাকা ফেরত চাইলে বিবাদীদ্বয় সময়ক্ষেপণ করে।

গত ২৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টায় বিবাদীর হোয়াটসআপ নাম্বারে (+৪৪৭৩৭৮৮৮৩৬৪৮) যোগাযোগ করে টাকা ফেরতের কথা বললে উল্টো ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে ডায়রিতে উল্লেখ করা হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন