ছাতক থেকে সংবাদদাতা
সিলেট সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জে ভারতীয় ১৪০বস্তা চিনি, ট্রাক, চালক ও হেলপারকে আটক করেছে জয়কলস হাইওয়ে পুলিশ। রোববার ভোরে সিলেট সুনামগঞ্জ সিমান্তের বিএনপি কর্তৃক আহুত হরতাল ডিউটি পালন কালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাক (রেজিঃ নং-ঢাকা মেট্রো ট-১৮-৯৩২০) ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়।
এসময় ট্রাকটি তল্লাশী করিয়া ভারতীয় তৈরী বস্তায় যার গায়ে ৫০(পঞ্চাশ) কেজি লেখা আছে মোট-১৪০ বস্তা চিনি জব্ধ ও জয়পুরহাট জেলার সদর থানার চক কামাল গ্রামের মুসলেহ উদ্দিনের পুত্র মাসুদ রানা(৩২), ও জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার মহব্বতপুর আমতলা দক্ষিন পাড়া গ্রামের সুজাউল হকের পুত্র আকতার হোসেন @সজন (২৫)কে আটক করা হয়।
জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ ওসি কবির আহমদ বলেন, আটককৃত ১৪০ বস্তা চিনির মুল্য ৭,২৮,০০০ টাকা এবং জব্দকৃত ট্রাকের মূল্য-১২,০০,০০০/-টাকা সর্বমোট মূল্য-১৯,২৮,০০০টাকা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আটককৃত চিনি থানা হেফাজতে আছে।আটক দু'ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন