ফিলিস্তিনিদের ওপর হামলা: ভিসা নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের ওপর হামলাকারী ‘উগ্রবাদীদের’ ভিসা নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এ ছাড়া ফিলিস্তিনিদের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি। গত শনিবার মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে এসব কথা বলেন তিনি।

 

ওই নিবদ্ধে বাইডেন লিখেছেন, ‘এটা অনেকটাই স্পষ্ট—ফিলিস্তিনি ও ইসরায়েলিদের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় দ্বিরাষ্ট্রীয় সমাধান।’ ইসরায়েলিদের ভিসা ওয়েভার প্রগ্রামের লঙ্ঘন নিয়ে উদ্বেগের মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের এই সতর্কবার্তা সামনে এলো। ভিসা ওয়েভার প্রগ্রামের আওতায় ভিসা ছাড়াই যোগ্য ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়। অক্টোবরের শেষের দিকে ইসরায়েল এই কর্মসূচিতে যোগ দেয়।

 

বাইডেন ওই নিবন্ধে লিখেছেন, ‘আমি ইসরায়েলি নেতাদের জোর দিয়ে বলেছি—পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর চরমপন্থী সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে এবং যারা এসব সহিংসতা ঘটাচ্ছে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। যুক্তরাষ্ট্র পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর হামলাকারী চরমপন্থীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করতে প্রস্তুত।’চলতি সপ্তাহের শুরুতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েলিদের ভিসা ওয়েভার প্রগ্রামের লঙ্ঘন নিয়ে উদ্বেগের কথা স্বীকার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাট মিলার ওই সময় বলেছিলেন, ‘ইসরায়েল যদি এই কর্মসূচি মেনে না চলে, তাহলে আমাদের কাছে প্রতিকারমূলক ব্যবস্থাও আছে।

 

অবশ্য গত মাসে ইসরায়েল-হামাস সংঘাতের শুরু থেকে নেওয়া অবস্থান ধরে রেখে বাইডেন ওই নিবন্ধে গাজায় যুদ্ধবিরতির আহ্বান নাকচ করে দিয়েছেন। এর বদলে মার্কিন প্রেসিডেন্ট দ্বিরাষ্ট্র সমাধান ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে শাসনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি লিখেছেন, ‘যেখানে দুই দেশের মানুষ পাশাপাশি সমান স্বাধীনতা, সুযোগ ও মর্যাদা নিয়ে বাস করে, তা-ই দ্বিরাষ্ট্রীয় সমাধান। এখানে পৌঁছানোর জন্য ইসরায়েলি, ফিলিস্তিনিদের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্র ও অংশীদারদের কাছ থেকেও প্রতিশ্রুতি নিতে হবে।’বাইডেন এর আগেও ইসরায়েল ও ফিলিস্তিনের কয়েক দশকের উত্তেজনা নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের সুপারিশ করেছিলেন।

 

গত মাসে তেল আবিবে এক ভাষণে তিনি বলেন, ‘আমাদের অবশ্যই একটি পথ অনুসরণ করতে হবে, যেন ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণ উভয়ই নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং শান্তিতে বাস করতে পারে। আমার কাছে দ্বিরাষ্ট্র সমাধানের মানে এটাই। আমাদের অবশ্যই প্রতিবেশীদের সঙ্গে ইসরায়েলের বৃহত্তর একীভূতকরণের জন্য কাজ চালিয়ে যেতে হবে।’ 

সূত্র : সিএনএন

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন