কাতার বিশ্বকাপে পরেছেন, লিওনেল মেসির এমন ছয়টি জার্সি নিলামে তোলা হচ্ছে। নিলামকারীদের আশা, নিলামে নতুন রেকর্ড গড়বে এই জার্সিগুলো।
সৌদি আরবের বিপক্ষে প্রথমার্ধে, মেক্সিকোর বিপক্ষে, নক আউট পর্বে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার বিপক্ষে এবং ফ্রান্সের বিপক্ষে ফাইনালে পরা মোট ছয়টি জার্সি এ নিলামে তোলা হবে আগামী মাসে। নিলামকারীদের শীর্ষ প্রতিষ্ঠান সোদবেইয়ের মতে, এই জার্সিগুলোর মূল্য ১০ মিলিয়ন ডলারের বেশি।
ক্রীড়াঙ্গনে এ পর্যন্ত রেকর্ড ১০.১ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের জার্সি। মেসির বিশ্বকাপ জেতা জার্সিগুলো সেই রেকর্ড ছাড়িয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।
কাতারে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার আগে ক্লাব ফুটবলে এমন কিছু নেই মেসি জেতেননি। অনেকের মতেই আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ জিতে তাঁর সর্বকালের সেরার স্বীকৃতি পেয়েছে পূর্ণতা।
আগামী ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত এই জার্সিগুলোর নিলাম হবে। জার্সি বিক্রির অর্থের একটা অংশ ইউনিসেফে এবং বার্সেলোনার একটি হাসপাতালের জন্য খরচ করা হবে। এএফপি
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন