পরিচালক লোকেশ কানাগারাজের নির্মাণে থালাপতি বিজয়ের ‘লিও’ এই বছর তামিল সিনেমার অন্যতম হিট। সিনেমাটি বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপির বেশি আয় করেছে। প্রেক্ষাগৃহে দারুণ সফল ‘লিও’ এবার ওটিটি প্লাটফর্মে মুক্তির জন্য প্রস্তুত। এই মাসেই ওটিটিতে সিনেমাটি দেখতে পাবেন দর্শকরা।
মুক্তির আগেই নেটফ্লিক্সের কাছে রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে ‘লিও’। তাই ওটিটিতে সিনেমাটি দেখার অধীর অপেক্ষায় দর্শকরা।
‘লিও’
২০ নভেম্বর, নেটফ্লিক্স ইন্ডিয়া সাউথের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে ‘লিও’-এর স্ট্রিমিং তারিখ ঘোষণা করা হয়েছে। তারা লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার পালা শেষ হয়েছে! আমাদের কাছে আপনাদের জন্য দুর্দান্ত খবর আছে।
আপনারা কি রেডি? লিও আসছে ২৪ নভেম্বর ভারতের নেটফ্লিক্সে এবং ২৮ নভেম্বর বিশ্বব্যাপী আসছে তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় এবং হিন্দি ভাষায়।’
২০২১ সালে মাস্টারের পর লোকেশ কানাগারাজ ও বিজয়ের দ্বিতীয় প্রজেক্ট ‘লিও।’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন লোকেশ, রথনা কুমার এবং দীরাজ বৈদ্য। অ্যাকশন এন্টারটেইনারটিতে বিজয়, ত্রিশা, সঞ্জয় দত্ত, অর্জুন সারজা, মাইস্কিন, স্যান্ডি এবং গৌথম মেনন প্রধান ভূমিকায় অভিনয় করেছন।
ম্যাথু থমাস, মনসুর আলি খান, প্রিয়া আনন্দকে সহায়ক ভূমিকায় দেখা গেছে। সিনেমাটি এ বছর রজনীকান্তের জেলার এর পর দ্বিতীয় তামিল চলচ্চিত্র হিসেবে বিশ্বব্যাপী ৬০০ কোটি আয়ের রেকর্ড গড়েছে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন