গাজায় ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ১২

গাজার ইন্দোনেশিয়ার হাসপাতালে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২। এর আগে হামলায় ৮ জন নিহত হওয়ার খবর জানানো হয়েছিল। নিহতদের মধ্যে চিকিৎসক ও রোগীও রয়েছে।

ইসরায়েলি ট্যাংকগুলো হাসপাতাল ঘিরে রেখেছে বলে আলজাজির প্রতিবেদনে বলা হরেছে। 

 

আজ সকালে হামলার পর ইসরায়েলি ট্যাংক উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে চলে যায়। হাসপাতালের পরিচালক ডাঃ মারওয়ান আল-সুলতান বিবিসিকে বলেছিলেন, ইসরায়েলি সেনাবাহিনী ভবন থেকে প্রায় ২০ মিটার দূরে ছিল। এর আগে তিনি বলেছিলেন, চারপাশে গুলির শব্দ শুনেছেন এবং পোস্ট-অপারেটিভ কেয়ার বিভাগে হামলা করা হয়েছে।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর সর্বশেষ বিবৃতিতে হাসপাতালের কাছাকাছি তাদের অবস্থানের কথা উল্লেখ করেনি। 

 

আইডিএফ একটি বিবৃতিতে বলেছে, ‘সৈন্যরা গাজা উপত্যকায় তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসীদের হামলা, সন্ত্রাসী অবকাঠামো, অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সনাক্ত করার জন্য বিমান বাহিনীকে নির্দেশ দেওয়া হচ্ছে।’  তারা আরো বলেছে, ‘হামলায় হামাসের তিন কমান্ডার নিহত হয়েছেন।

 

এদিকে উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক বিবিসিকে বলেছেন, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। তবে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় পরে বলেছে, ১২ জন নিহত হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। 

 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা সংবাদ মাধ্যম আলজাজিরাকে সর্বশেষ জানিয়েছেন, আমরা আশঙ্কা করছি ইসরায়েলি বাহিনী আল-শিফা হাসপাতালে যা করেছিল তার পুনরাবৃত্তি করবে। পরিস্থিতি বর্তমানে বিপর্যয়কর এবং ইসরায়েলি বাহিনী আক্রমণ বাড়িয়ে দিচ্ছে।

ইন্দোনেশিয়ান হাসপাতালের কর্মীরা আহতদের চিকিৎসার দিকে জোর দিয়ে যাচ্ছেন। হাসপাতালের অভ্যন্তরে চিকিৎসা কর্মী ও আহত ব্যক্তিসহ প্রায় ৭০০ মানুষ রয়েছেন।

 

হামলায় ইন্দোনেশিয়ান হাসপাতালের মূল অপারেশন রুমটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অস্ত্রোপচারের কোনো অবস্থা নেই বলে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে। হাসপাতালে আঘাত হানা সর্বশেষ ইসরায়েলি হামলার ফলে, চিকিৎসক ও রোগীসহ বহু মানুষ হতাহত হয়েছেন। ইসরায়েলি ট্যাংক পাশের কুয়েতি স্কুলেও আঘাত করেছে, যেখানে শত শত পরিবার আশ্রয় নিচ্ছে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন