ভারত বাংলাদেশে গণতন্ত্র সমুন্নত রাখতে চায় : পররাষ্ট্রমন্ত্রী

ভারত বাংলাদেশে গণতন্ত্র সমুন্নত রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে জাপানের বিনিয়োগকারীদের একটি দল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ।

তারা চায় প্রতিবেশী রাষ্ট্রে গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে কোনো ভাটা না পড়ে।’

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রসচিবের আসন্ন বৈঠক দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগের অংশ। সচিব পর্যায়ের ওই বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হবে না। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

 

মোমেন বলেন, ‘নির্বাচন নিয়ে তো আলাপ হয়েই গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো আগেই আলোচনা করেছেন। ভারত বিশ্বে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। তারা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানিরা বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য, বিদ্যুৎ খাত, বন্দর ও পর্যটন নিয়ে আগ্রহ জানিয়েছে। তিনি জাপানি বিনিয়োগকারীদের নির্বাচনের পর প্রস্তাব নিয়ে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানান।

এদিকে কমনওয়েলথের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের চলমান বাংলাদেশ সফরে বিভিন্ন পর্যায়ে বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা নির্বাচনের প্রস্তুতি বিষয়ে জানতে চেয়েছে। আমরা জানিয়েছি, অত্যন্ত জোরালো প্রক্রিয়ার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি।’

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন