মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনির গাড়ি ছিনতাই !

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনি নাওমি বাইডেনের গাড়ি চুরির চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। বিষয়টি টের পেয়ে দুর্বৃত্তদের লক্ষ্য করে গুলি ছোড়ে নাওমির নিরাপত্তায় নিযুক্ত সিক্রেট সার্ভিসের এজেন্টরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। এমনকি, এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার জর্জটাউনের কোনো একটি জায়গায় গিয়েছিলেন নাওমি বাইডেন। সঙ্গে ছিলেন সিক্রেট সার্ভিসের এজেন্টরাও। নাওমির এসইউভি গাড়িটি রাস্তার পাশে পার্ক করা ছিল, এটি মূলত ওই সিক্রেট সার্ভিসের গাড়ি। তবে তাতে বিশেষ কোনো চিহ্ন ছিল না।

একপর্যায়ে সিক্রেট সার্ভিসের সদস্যরা লক্ষ্য করেন, গাড়িটির জানলা ভেঙে সেটি ছিনতাই করার চেষ্টা করছে তিন ব্যক্তি। এরপরই প্রকাশ্যে ছিনতাইকারীদের লক্ষ্য করে গুলি ছোড়েন সিক্রেট সার্ভিসের এজেন্টরা। সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এক সদস্য গুলি ছুড়েছিল ঠিকই, কিন্তু বন্দুকের গুলিতে কেউ আহত হয়নি। গুলি ছোড়ার পর ওই তিন ব্যক্তি একটি লাল গাড়িতে করে পালিয়ে যায়। সিক্রেট সার্ভিস বলেছে, ওই তিন ব্যক্তির গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

বাইডেনের বড় ছেলে হান্টার বাইডেন ও তার স্ত্রী ক্যাথলিন বুহেলের বড় মেয়ে নাওমি বাইডেন। বর্তমানে তার বয়স ২৯ বছর। ২০২২-এর নভেম্বরে হোয়াইট হাউসের সাউথ লনে পিটার নিলের সঙ্গে তার বিয়ে হয়। সেবারই প্রথম হোয়াইট হাউসের সাউথ লনে কারও বিয়ে হয়েছিল।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন