আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করতে পারবে না শ্রীলঙ্কা। ২০২৪ সালের জানুয়ারিতে হতে যাওয়া এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ আজ তাদের এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। তারা জানিয়েছে, আজ ভারতের আহমেদাবাদে আইসিসির বোর্ড সভা বসেছিল, সেখানেই সিদ্ধান্ত হয়েছে আগামী যুব বিশ্বকাপ আয়োজন করতে পারবে না শ্রীলঙ্কা।
গত ১০ নভেম্বর লঙ্কান ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে দেশটির সদস্য পদ কেড়ে নেওয়ার ঘোষণা দেয় আইসিসি। এতে শ্রীলঙ্কান ক্রিকেট নিষেধাজ্ঞায় পড়ে। আজকের বৈঠকেও বহাল রাখা হয়েছে সেই নিষেধাজ্ঞা। এ জন্য সেখান থেকে সরিয়ে নেওয়া হলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
এতে দেশটিতে ক্রিকেট ফেরা আরো অনিশ্চয়তায় পড়ল।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন