যুক্তরাজ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঐতিহ্যবাহী স্থান ঝুঁকিতে

জলবায়ু পরিবর্তন যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী স্থান, ভবন, উপকূলরেখা, নদী ও গ্রামাঞ্চলের জন্য ‘একক বৃহত্তম হুমকি’ হিসেবে দেখা দিয়েছে। দেশটির প্রধান সংরক্ষণবিষয়ক দাতব্য সংস্থা ন্যাশনাল ট্রাস্ট গতকাল সোমবার এক নতুন প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্যা, দাবানলসহ প্রতিকূল আবহাওয়ার কারণে ন্যাশনাল ট্রাস্ট পরিচালিত প্রায় তিন-চতুর্থাংশ ঐতিহ্যবাহী স্থানই ঝুঁকিতে রয়েছে। খরা, ভারি বর্ষণ ও দাবানলের মতো প্রতিকূল আবহাওয়া ঘন ঘন ঘটার কারণে এরই মধ্যে এসব ঐতিহ্যবাহী স্থানের ওপর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে।

 

দাতব্য সংস্থাটির প্রাকৃতিক সম্পদবিষয়ক পরিচালক প্যাট্রিক বেগ বলেন, ‘বিষয়টি আমাদের জরুরি ও আন্তরিক মনোযোগের দাবি রাখে। আমরা আমাদের অংশীদার ও যুক্তরাজ্যজুড়ে আঞ্চলিক সরকারকে আমাদের পাশে দাঁড়ানোর এবং সামনে আসা চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আরো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। শত শত ঐতিহ্যবাহী স্থান, ভবন এবং দেশের সবচেয়ে প্রিয় কয়েকটি সাগরসৈকত, নদী ও গ্রামাঞ্চলজুড়ে আমাদের দায়িত্ব বিস্তৃত।’

প্রতিবেদন অনুযায়ী, ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন ৭১ শতাংশ স্থানই জলবায়ু বিপর্যয়ের কারণে ২০৬০ সালের মধ্যে মধ্যম থেকে উচ্চ ঝুঁকিতে রয়েছে।

 

প্যাট্রিক বেগ বলেন, ‘এটি এক গুরুদায়িত্ব। আমাদের কাছে সব কিছুর সমাধান আছে বলে দাবিও করছি না। কিন্তু আমরা এটা বুঝি, ট্রাস্ট তার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য নিয়ে চলতে চাইলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।’ সূত্র : এএফপি

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন