পেছাল ‘হুব্বা’, চলছে রণবিরের ‘এনিম্যাল’ মুক্তির চেষ্টা

৭ সেপ্টেম্বর ভারত ও সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। দেশের প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করে ছবিটি। দর্শকের ঢল দেখে ছবি আমদানিকারক প্রতিষ্ঠানগুলো ভারতের সঙ্গে একই দিনে ছবি মুক্তি দিতে আরো আগ্রহী হয়ে ওঠে।
১৭ অক্টোবর কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু কালের কণ্ঠকে জানিয়েছিলেন, টালিগঞ্জের ‘হুব্বা’ ছবিটি একই দিনে বাংলাদেশে মুক্তি দেবেন।

 

ব্রাত্য বসু পরিচালিত ছবিটির নামভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেতার কারণেই ছবিটি একই দিনে বাংলাদেশে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন লিপু। তবে চলতি মাসের প্রথম দিকেই আশাহত হন লিপু। জানতে পারেন, এই মুহূর্তে বাংলাদেশে ছবি আমদানির অনুমতি দেবে না তথ্য মন্ত্রণালয়।

 

নির্দিষ্ট কোনো কারণ না জানালেও লিপু অনুমান করেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব—একটি জাতির রূপকার’-এর নিয়মিত প্রদর্শনে যেন বাধা না পড়ে সেই জন্যই তথ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত।

তবে ২৪ নভেম্বর পশ্চিমবঙ্গেও মুক্তি পাচ্ছে না ‘হুব্বা’। লিপু বলেন, ‘যেহেতু বাংলাদেশের সঙ্গে একই দিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই পশ্চিমবঙ্গেও ছবিটির মুক্তি স্থগিত করেছেন নির্মাতা। নতুন কোনো মুক্তির তারিখও চূড়ান্ত করেনি তারা।

 

আমার জানা মতে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হলে ছবিটি মুক্তি দেবেন না নির্মাতা।’
২৪ নভেম্বর পূর্বঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ‘মানুষ’। অভিনেতা জিৎ অভিনীত ও প্রযোজিত ছবিটির পরিচালক বাংলাদেশের সঞ্জয় সমদ্দার। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিমও। ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

 

বেশ কয়েক দিন ছবিটির ট্রেলার-গানের প্রচারণা চালানো হয়েছিল জাজ মাল্টিমিডিয়ার তরফে। গতকাল আব্দুল আজিজ জানালেন, ‘মানুষ’ও আসছে না বাংলাদেশে। শুধু তা-ই নয়, জাজের পেজ থেকে ‘মানুষ’-এর সব প্রচারণাবিষয়ক পোস্ট মুছে ফেলা হয়েছে।

আব্দুল আজিজ বলেন, “এই মুহূর্তে তথ্য মন্ত্রণালয় কোনোভাবেই ছবি আমদানির অনুমতি দিচ্ছে না। আমি চেষ্টার ত্রুটি করিনি। গত সপ্তাহে সালমান খান অভিনীত ‘টাইগার ৩’ বাংলাদেশে আমদানি করতে চেয়েছিলাম। সেটারও অনুমতি পাইনি। এখন অনুমতি না পেলে সেই ছবির প্রচারণা চালিয়ে লাভ কী?”

‘মানুষ’ ছবির পরিচালক সঞ্জয় সমদ্দার এখন আছেন কলকাতায়। মুঠোফোনে তিনি বলেন, ‘আমি ছবির কালার কারেকশন ও সাউন্ড ডিজাইনের জন্য মুম্বাই ছিলাম। ১৯ নভেম্বর রাতে কলকাতায় ফিরেছি। এসে জানতে পারলাম, জাজ মাল্টিমিডিয়া ছবিটি মুক্তি দিতে পারছে না কিছু সমস্যার কারণে। স্বাভাবিকভাবেই একটু খারাপ লাগছে। এটি আমার নির্মিত প্রথম চলচ্চিত্র। একসঙ্গে দুই দেশের দর্শক দেখতে পারলে অন্য রকম ভালো লাগা কাজ করত। তবে আশা ছাড়িনি, প্রথম সপ্তাহে না হলেও পরের কোনো সপ্তাহে যেন ছবিটি বাংলাদেশে মুক্তি পায়, সেই স্বপ্ন দেখছি।’

২৪ নভেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে আরেকটি বাংলা ছবি ‘কুরবান’। একই দিনে শৈবাল মুখার্জি পরিচালিত ছবিটি বাংলাদেশেও মুক্তি পাবে বলে জানিয়েছিলেন ছবির অভিনেতা অঙ্কুশ হাজরা। তবে খোঁজ নিয়ে জানা গেছে, শেষ পর্যন্ত অঙ্কুশ অভিনীত ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে না। এমনকি প্রযোজক সমিতিতে এখনো কেউ ছবিটির মুক্তির ব্যাপারে আবেদনও করেননি।

দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে এমনিতেই এ সময়ে একের পর এক দেশীয় ছবির মুক্তি পিছিয়ে গেছে। সর্বশেষ পেছাল বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’। ২৪ নভেম্বর মুক্তির কথা ছিল ছবিটির। ঠিক এ সময়েই জানা গেল, ১ ডিসেম্বর ভারতের সঙ্গে একই দিনে মুক্তি পেতে পারে ‘এনিম্যাল’। সঞ্জয় রেড্ডি বাঙ্গা পরিচালিত ছবিটিতে আছেন রণবির কাপুর, রাশমিকা মানদানা, অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরি। ১০০ কোটি রুপি বাজেটের ছবিটি বাংলাদেশে আমদানি করার প্রক্রিয়া শুরু করেছেন অনন্য মামুন। এই নির্মাতার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে এর আগে ‘পাঠান’, ‘জওয়ান’ বাংলাদেশে মুক্তি পেয়েছিল। গতকাল ‘এনিম্যাল’ প্রযোজনা প্রতিষ্ঠান টি-িসরিজের মুম্বাই অফিসে হাজির হয়েছিলেন মামুন। রণবির কাপুরের একটি ভিডিও বার্তাও মামুন পোস্ট করেছেন নিজের ফেসবুক প্রফাইলে। ভিডিওতে দেখা যাচ্ছে, দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে ‘এনিম্যাল’ দেখার আমন্ত্রণ জানিয়েছেন রণবির।

গতকাল মুম্বাই থেকে মুঠোফোনে অনন্য মামুন বলেন, ‘‘প্রযোজনা প্রতিষ্ঠান আমাকে বাংলাদেশে ‘এনিম্যাল’ প্রদর্শনের অনুমতি দিয়েছে। তবে ছবিটি বেশ বড় বাজেটের। আমার পক্ষে একা এই ছবি বাংলাদেশে মুক্তি দেওয়া সম্ভব হবে না। চেষ্টা চালাচ্ছি দেশের অন্য কোনো প্রতিষ্ঠানকে যুক্ত করার। একই সঙ্গে চেষ্টা করছি বাংলাদেশে ‘এনিম্যাল’ প্রদর্শনের অনুমতি নেওয়ার। হাতে সময় আছে মাত্র ১০ দিন, এর মধ্যে পাঁচ দিন থাকব এখানেই [মুম্বাই]। যা করার এখানে বসেই করতে হবে।”

‘হুব্বা’র একটি দৃশ্যে মোশাররফ করিম। বাংলাদেশের সঙ্গে একই দিনে মুক্তি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে ছবিটির মুক্তি পেছানো হয়েছে ‘মানুষ’-এ জিতের সঙ্গে আছেন বিদ্যা সিনহা মিম। ছবিটি বাংলাদেশে মুক্তির কথা থাকলেও শেষতক মুক্তি পাচ্ছে না

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন