সিলেট জেলার ৬টি সংসদীয় নির্বাচনী আসন পর্যবেক্ষণে ৩ জন কর্মকর্তা নিয়োজিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান।
এই তিন কর্মকর্তা হলেন- সিলেট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. এস. এম কাসেম (সিলেট-১ ও ২ আসন), অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. হারুন-অর-রশিদ (সিলেট-৩ ও ৪ আসন) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মো. আল-জুনায়েদ (সিলেট-৫ ও ৬)।
রবিবার (১৯ নভেম্বর) জারিকৃত সিলেট জেলা প্রশাসনের এক অফিস আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান মঙ্গলবার (২১ নভেম্বর) বলেন- দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ভোটের দিন (৭ জানুয়ারি) পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে নজরদারি অব্যাহত রাখবেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন