কৈলাশটিলায় মিলেছে আরও ৫৩ বিলিয়ন ঘনফুট গ্যাস

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের অধীনস্থ জেলার গোলাপঞ্জের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের পুরনো কূপ ওয়ার্কওভার করে আরও ৫৩ বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান মিলেছে। বুধবার (২২ নভেম্বর) থেকে প্রতিদিন ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, গ্যাসের সাথে এই কূপ থেকে উপজাত হিসেবে দৈনিক ৭০ ব্যারেল কনডেনসেট পাওয়া যাবে। এ কূপের ওয়ার্কওভারে ব্যয় হচ্ছে প্রায় ৭১ কোটি ৮৫ লাখ টাকা, যা এসজিএফলের নিজস্ব অর্থায়নে করা হচ্ছে। গত ২৭ জুলাই সিলেট গ্যাসফিল্ড লিমিডেটের আওতাধীন এই কূপ পুনঃখনন শুরু হয়। ১৪ নভেম্বর নিচের স্তরে গ্যাসের সন্ধান পাওয়া যায়।

 

 

প্রসঙ্গত, জ্বালানি সংকট নিরসনে গ্যাস উৎপাদন বাড়াতে দেশের ৪৬টি কূপ অনুসন্ধান, খনন ও পুনঃখননের পরিকল্পনা নিয়েছে সরকার। ২০২৫ সালের মধ্যে এসব খননকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন