অবেলার কষ্ট সব বেলা আহত করে

কলিজা ছিঁড়ে দিলে, সব পুঁজি করে ভালোবাসলে, সব যন্ত্রণা সয়ে সয়ে আগলে রাখলেও একবার যদি মতের অমত হয় সব দেনাপাওনায় দেয়াল ওঠে

রাজু আহমেদ।কলামিস্ট। জিবি নিউজ ||

কাউকে কতোখানি ভালোবেসেছিলে সেটা মনে রাখবে কি-না সন্দেহ কিন্তু কতটুকু আঘাত করেছিলে, সেটা গুনে গুনে বলে দিতে পারবে। কার সাথে কতবার হেসেছিলে সেটা কেউ মনে রাখে না কিন্তু কতবার রাগ করেছিলে, ধমক দিয়ে কথা বলেছিলে সেটা মনে থাকে। দূরের কেউ কিংবা আপন কেউ-সবার ক্ষেত্রে এ রীতি সমভাবে প্রযোজ্য নয়। যারা কাছের তারাই বেশি মনে রাখে! কোন প্রতিশ্রুতি পূরণ করা হয়নি, কোন চাওয়া পাওয়া পর্যন্ত পৌঁছেনি, কোথায় লেগেছিল একটু ব্যথা, সে-সব শক্ত করে ধরে রাখে। সম্প্রীতির সময় ভালোয় ভালোয় কাটলেও সুযোগ পেলে কিংবা সময় এলে ঠিক ঠিক অভিযোগ সামনে আনে! দু'চার কথা শুনিয়ে ছাড়ে! 

 

যে বেশিবার ধরেছিল ছাতা, সেখানে একবার ফাঁকা হলে মাথা-তাকেও অনেক কথা শুনতে হয়। আজন্মকাল যে পুষেছিল পরম যত্নাত্তিরে, একবার শখ পূরণ করতে না পারলে তাকেও কৈফিয়তের কাঠগড়ায় দাঁড় করানো হয়। যে জেগেছিল রাত, ভেবেছিল দিনমান-বছরজুড়ে সেও যদি মুহূর্তের অবহেলা করে সেটাও মন ভোলে না। বরং সবকিছু ছাপিয়ে ওটাই দাঁড়িয়ে যায়। সেটাই বিবাদের ইস্যূ হয়।  কবে, কোন ক্ষণে একটু কটু কথা হয়েছিল, লেগেছিল এট্টু ব্যথা-সব ছাপিয়ে সেটাই মাথা চাড়া দেয়। এত এত ভালোবাসা ফিকে হয়ে যায়! এক অবেলার কস্টে সব বেলা আহত করে। 

 

কলিজা ছিঁড়ে দিলে, সব পুঁজি করে ভালোবাসলে, সব যন্ত্রণা সয়ে সয়ে আগলে রাখলেও একবার যদি মতের অমত হয় সব দেনাপাওনায় দেয়াল ওঠে। ভাইয়ে-ভাইয়ে দ্বন্দ্ব বাঁধে, বাবায়-পুতে কাইজ্জা পাতে, স্বামী-স্ত্রী'র সম্পর্ক জোড়াতে মিস্ত্রি ডাকে! আমাদের জীবনে ভালো সময়ের তুলনায় মন্দ সময় বড্ড কম আসে। অথচ মন্দের পোস্টারিং করে, শূন্যতার স্লোগান তুলে যা কিছু ভালো, যা কিছু সুন্দর, যা কিছু উৎসবের তা ঢেকে ফেলি! তখন জীবনে বিষাদ বহি আলোর রেখার উদগীরণ হয় না! হতাশা-স্বপ্নভঙ্গের মিছিলে মিছিলে আলোককে আঁধার দিয়ে গ্রাস করাই! 

অথচ আলোকে সামনে রাখা উচিত ছিল। আঁধারকে সামলে রাখা যেত! যা কিছু ভালো সেখান থেকে গ্রহন করাই দায়িত্ব ছিল! দু'পাচটা খারাপ স্মৃতি অনায়াসে কবর দেয়া যেত! কে আমাদের জন্য কী করেছে, তাদের ডেডিকেশন কোন মাত্রার ছিল-সেটা মনে রাখা দরকার ছিল! একবারে ভুলে মানুষকে দূরে ঠেলে দিলে আমাদের চারপাশে আর কাউকে পাওয়া যাবে? যে ভালোবাসে সে বকা দেয়ার, কষ্ট দেয়ার অধিকার রাখে। অবশ্যই রাখে! কাজেই ব্যথাটুকু ভুলে যত্ন-ভালোবাসায় আলোর ফোকাস ফেলতে হবে। তবেই তো এই দু'দন্ডের জীবনে অল্প-বিস্তর রত্নের দেখা পাবে!

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন