বিশেষ প্রতিনিধি :ভারতের বলিউড, টেলিভিশন ও ক্রীড়াঙ্গন থেকে ১৮০ জন তারকাকে নিয়ে জাপানি একটি কোম্পানির সহযোগিতায় ভারতের ২৩টি শহরে এক জরিপ চালানো হয়। তারকায় ছেয়ে থাকা বলিউডে তারকাদের শীর্ষে কে আছেন, তা বের করতে সম্প্রতি এই জরিপের ফল প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হিউম্যান ব্র্যান্ডস। এই জরিপে সবচেয়ে সুন্দরী হিসেবে খেতাব পেয়েছেন দীপিকা পাড়ুকোন। তার পরেই আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। দীপিকার স্কোর ৫৯.৯ এবং ঐশ্বরিয়ার ৪৫। জরিপে সবচেয়ে আবেদনময়ীর তালিকায় আছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই তালিকায় সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবে ৯০ পয়েন্ট নিয়ে আছেন অমিতাভ বচ্চন। অক্ষয় কুমার আছেন ‘মোস্ট অ্যাপিলিং’ শাখার শীর্ষে। সবচেয়ে সম্মানিত জুটি হিসেবে আছেন বিরুশকা অর্থাৎ বিরাট কোহলি ও আনুশকা শর্মা। এই তালিকায় সবচেয়ে ভার্সেটাইল অভিনেতা হিসেবে উল্লেখ করা হয়েছে নওয়াজউদ্দীন সিদ্দিকিকে

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন