আত্মপ্রকাশ করলো ‘সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকে'। সুনামগঞ্জের পাঁচটি আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়ার অঙ্গীকার

আব্দুর রশিদ ||সিনিয়র রিপোর্টার||

যুক্তরাজ্যে আত্মপ্রকাশ ঘটলো ‘সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকে’ নামক নতুন সংগঠনের। ২০ নভেম্বর সোমবার এক সভার মাধ্যমে এ সংগঠনের ঘোষণা দেওয়া হয়। ব্রিটেনে বসবাসরত প্রবাসী সুনামগঞ্জবাসীর উদ্যোগে এবং সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের দিক নির্দেশনায় এ সংগঠন গঠন করা হয়। যুক্তরাজ্যে প্রথমবারের মতো কোনো জেলা আওয়ামী পরিবার ইউকে'র কমিটি গঠিত হলো। ‘সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকে’ নামক নতুন এ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে আব্দুল আশিক চৌধুরীকে। সংগঠনের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিয়াজুল ইসলাম চৌধুরী। সভায় ‘সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকে’র ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি আওলাদ আলী রেজা, সহ সভাপতি নাসির উদ্দিন, সহ সভাপতি হাসনাত আহমদ চুনু, সহ সভাপতি আব্দুল মান্নান, সহ সভাপতি ডঃ আনিসুর রহমান আনিস, সহ সভাপতি এডভোকেট মঈনুল ইসলাম, সহ সভাপতি দেলোয়ার হোসেন, সহ সভাপতি ইকবাল এম হোসেন, সহ সভাপতি এমদাদ মিয়া তালুকদার, সহ সভাপতি আনসার মিয়া জনি, সহ সভাপতি আনোয়ার হোসেন, সহ সভাপতি সৈয়দ আলফু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন হীরা, যুগ্ম সাধারণ সম্পাদক ছরফ রাজ জুবের, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সদরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক সাহেল আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মিনার উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মান্না তালুকদার লিমন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ আরিফ আহমদ, দপ্তর সম্পাদক রাকিব মামুন, ধর্ম ও প্রচার সম্পাদক সুমন মিয়া, বন, পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, মহিলা বিষয়ক সম্পাদক ফাহমিদা শেফা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রাজন আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক আকিক মিয়া, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এমরান আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাজমুল হক, শ্রম বিষয়ক সম্পাদক শাহিন রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক এমরানুল হক এমরান, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক আনোয়ার খান, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, উপ দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানজির তামিম, কোষাধ্যক্ষ আনোয়ার আলী।
সংগঠনের কার্যকরী কমিটির নির্বাহী সদস্যরা হলেন, আজহারুল ইসলাম সিপার, মাসুক আহমদ সরদার, ডঃ রোয়াব উদ্দিন, নুরুল আমিন, আজহারুল হক শিশু, রুহুল আমিন, শামীম আহমদ, ইকবাল হোসেন, চন্দন মিয়া, সামসু মিয়া, আব্দুস সালাম, সৈয়দ জামান নাসের, তানভীর পিয়াস, মুমিন খান, আবু হোসেন, তৈয়ব মিয়া কামালী, মহি উদ্দিন জগনু, শাওন মিয়া, লোকমান হাকিম, সৈয়দ হামজা, সিতাব খান, আজিব উল্লাহ, হাসনাত উজ-জামান, কবেল আহমদ, আব্দুর রহিম, আব্দুল ওহি সামি, হুমায়ুন খান, আব্দুল ওয়াহাব রাহি, ফয়সল হাসান, বাজু মিয়া, মাসুম মিয়া তালুকদার, আজরফ আলী নূর, বাবলু মিয়া, আবু ইয়াসিন সুমন, সায়াদ উজ-জামান।
সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, আজহারুল ইসলাম সিপার, মাসুক আহমদ সরদার, ডঃ রোয়াব উদ্দিন, নাজমুল হোসেন চান মিয়া, সোহেল কাদের চৌধুরী, সৈয়দ জামান নাসের, আজহারুল হক শিশু, ইকবাল হোসেন, লোকজন হাকিম, শামীম আহমদ, রুহুল আমিন, টিপু মিয়া চৌধুরী, আকতার হোসেন ছবি, সালেকুর রহমান, সোহেল আহমেদ পংকী, আলহাজ্ব বশির উদ্দিন, রিয়াজুল ইসলাম চৌধুরী, সামসুল হক তালুকদার, এম এ কাইয়ুম মিয়া, আলী হোসেন, সৈয়দ কলমদর আলী, লইলুস মিয়া ও পাবেল কাদের চৌধুরী।
এর আগে ‘সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকে’ গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রেটার লন্ডনের চিজেলহার্স্ট এর 'বেঙ্গল ল্যান্সার' রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুট। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রবাসী সুনামগঞ্জবাসীর এমন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, আওয়ামী পরিবারের সদস্যরা পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, তারা সব সময় ঐক্যবদ্ধ। তিনি বলেন, ঐক্যের বিকল্প নেই। এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনাকে আবার বিজয়ী করতে কাজ করতে হবে। তিনি 'সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকে'র উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
সুনামগঞ্জের শাল্লা উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা ছরফ রাজ জুবেরের স ালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ আলফু মিয়া। সভায় প্রধান বক্তা ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজহারুল ইসলাম সিপার। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মাসুক আহমেদ সরদার। আলোচনায় অংশনেন, শিক্ষাবিদ ডঃ রোয়াব উদ্দিন, শিল্পপতি আব্দুল আশিক চৌধুরী, শিল্পপতি সোহেল কাদের চৌধুরী, লন্ডন সফররত আতাউর রহমান কামালী, নাসির উদ্দিন, সাবেক ছাত্রনেতা নিয়াজুল ইসলাম চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামীলীগের সৈয়দ জামান নাসের, রুহুল আমিন, ইকবাল হোসেন, আকতার হোসেন চৌধুরী, লোকমান হাকিম, হাসনাত আহমদ চুনু, আনসার মিয়া জনি, ইমরানুল হক ইমরান, আনোয়ার হোসেন, সৈয়দ আলফু মিয়া, ইকবাল হোসেন, শাহেল আহমদ, স্বপন মিয়াসহ আরও অনেকে। এসময় বিপুল সংখ্যক প্রবাসী সুনামগঞ্জবাসী উপস্থিত ছিলেন। নব গঠিত কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেন। এবং আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জের পাঁচটি আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়ার অঙ্গীকার করেন।
শেষে বেঙ্গল ল্যান্সারের সত্ত¡াধিকারী আব্দুল আশিক চৌধুরীর সৌজন্যে এক নৈশ্যভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন