তামিম ইকবালের কাছে তাঁর ক্রিকেটীয় ভবিষ্যৎ জানতে চাইবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত রবিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তারিখ উল্লেখ করে বলেছিলেন, ‘তামিম ২২ নভেম্বর আমাদের সঙ্গে বসবে।’
গতকাল ছিল ২২ নভেম্বর।
হিসাব অনুযায়ী বিসিবি-তামিমের বৈঠক হওয়ার কথা। বিসিবি অফিসে একটি বৈঠকও হয়েছে বটে, সেখানে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশাসের সঙ্গে প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন। হয়নি বিসিবি-তামিম বৈঠক।
তামিমের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জালাল ইউনুসের কাছে জানতে চাইলে গতকাল সন্ধ্যায় তিনি বললেন, ‘না এখনো বসা হয়নি।
’ কেন বসা হয়নি সে প্রসঙ্গ এড়িয়ে গেলেও কবে হবে এই বৈঠক? এমন প্রশ্নের উত্তরে জালাল বললেন, ‘এটা তো আনুষ্ঠানিক কিছু না যে দিনক্ষণ চূড়ান্ত করে কথা বলতে হবে।’
সেদিন প্রশ্ন উঠেছিল, বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থেকেও তামিম দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেট থেকে দূরে থাকতে পারেন কি না? এমন প্রশ্নে তামিমের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাওয়ার কথা বলেছিলেন জালাল ইউনুস। তিনি বলেছিলেন, ‘ওর (তামিম) কাছ থেকে জেনেই পরবর্তী সিদ্ধান্ত নেবে বোর্ড।’
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন