ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়ে কাজ হারালেন মেলিসা বারেরা

ইসরায়েল-হামাস চলমান যুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের প্রতি নিন্দা জানিয়ে প্রতিবাদ করায় কাজ হারালেন অভিনেত্রী মেলিসা বারেরা। জনপ্রিয় ফ্রাঞ্চাইজি চলচ্চিত্র ‘স্ক্রিম’-এর সপ্তম সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে এই অভিনেত্রীকে।

চলমান গাজা-হামাস যুদ্ধে দুই ভাগে বিভক্ত এখন বিনোদন অঙ্গন। কেউ ইসরায়েলকে সমর্থন করছেন তো কেউ গাজার নিরীহ মানুষের হয়ে আওয়াজ তুলছেন।

ফলে ইতিমধ্যে কাজ হারিয়েছেন একাধিক তারকা। কয়েক দিন আগে ইসরায়েলের ওপর ফিলিস্তিনিদের হামলা নিয়ে একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাডট। যে কারণে অভিনেত্রীকে বিপুল কটাক্ষের মধ্যে পড়তে হয়। এবার ইসরায়েলের বিরুদ্ধে মন্তব্য করে কাজ হারালেন অভিনেত্রী মেলিসা বারেরা।

 

 

অভিনেত্রী ইসরায়েলকে ‘দখলদার’ উল্লেখ করে গাজায় চলমান গণহত্যার নিন্দা জানান এবং ইসরায়েলের পক্ষে পশ্চিমা মিডিয়া প্রচার করছে বলে অভিযোগ করে জানান, তিনি গাজায় হওয়া অন্যায় সম্পর্কে জানার চেষ্টা করছেন অনলাইন থেকে। গাজায় ইসরায়েলের আগ্রাসনকে ‘গণহত্যা এবং জাতিগত নির্মূল’ হিসেবেই আখ্যায়িত করেছেন অভিনেত্রী। 

এর আগে মঙ্গলবার একাডেমি পুরস্কার বিজয়ী অভিনেত্রী সুসান সারানডনকে তাঁর সংস্থা থেকে বাদ দেওয়া হয়েছিল। কারণ তিনি গত সপ্তাহে ফিলিস্তিনপন্থী সমাবেশকে ঘিরে মন্তব্য করেছিলেন।

এর পরই অভিনেত্রী মেলিসা বারেরাকে তাঁর আসন্ন থ্রিলার থেকে বরখাস্ত করা হয়, যেখানে তিনি নিজের ভূমিকায় পুনরায় অভিনয় করতে চুক্তিবদ্ধ হয়েছিলেন।

 

1

‘স্ক্রিম ৬’-এর একটি দৃশ্যে মেলিসা বারেরা

‘স্ক্রিম’-এর ফ্র্যাঞ্চাইজির সপ্তম সিনেমাটির প্রযোজনা সংস্থা স্পাইগ্লাস মিডিয়া গ্রুপ একটি বিবৃতিতে জানিয়েছে, ‘স্পাইগ্লাসের অবস্থান পরিষ্কার। গণহত্যা, জাতিগত নির্মূল, গণহত্যার মিথ্যা উল্লেখসহ যেকোনো আকারে ইহুদিবিদ্বেষ বা ঘৃণার প্ররোচনার প্রতি আমাদের শক্ত অবস্থান রয়েছে। কারো বক্তৃতায় বিকৃতি বা এমন কোনো স্পষ্ট ঘৃণাত্মক কথা ফুটে উঠলে তা আমাদের নীতির বাইরে যাবে।’

এর আগে মেলিসা ফিলিস্তিনে ইহুদিবাদের বিরুদ্ধে কথা একাধিকবার কথা বলেছেন।

সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি পোস্ট করেছেন অভিনেত্রী, যা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তাঁর আওয়াজ ব্যক্ত করেছে। ২৭ অক্টোবর ইনস্টাগ্রামে তিনি পোস্ট করে বলেছেন, ‘আমি যখন মুক্ত প্যালেস্টাইন বলি তখন এটা স্পষ্ট করা আমার জন্য গুরুত্বপূর্ণ যে, আমি কোনোভাবেই বলতে চাই না যে সমস্ত ইহুদিকে হত্যা করো।’ নিজের পোস্টে তিনি ফিলিস্তিন এবং বিশ্বজুড়ে ইহুদিদের জন্য স্বাধীনতা এবং নিরাপত্তাও চেয়েছেন।

 

এদিকে ‘স্ক্রিম’ থেকে বরখাস্ত হলেও মেলিসা এখনো তাঁর বরখাস্তের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে সামাজিক মাধ্যমে গাজা সম্পর্কিত তথ্য শেয়ার করে চলেছেন।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন