পরীক্ষামূলকভাবে মহাশূন্যে গুপ্তচর উপগ্রহ পাঠিয়েছে উত্তর কোরিয়া। জাপান এবং দক্ষিণ কোরিয়া এই তথ্য জানিয়েছে। নিষিদ্ধ ব্যালেস্টিক মিসাইলের সাহায্যে মহাশূন্যে গুপ্তচর উপগ্রহ পাঠিয়েছে উত্তর কোরিয়া। এরপরেই সতর্ক অবস্থায় আছে জাপান এবং দক্ষিণ কোরিয়া।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সেনা বাহিনীর প্রধান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উত্তর কোরিয়া দক্ষিণ অভিমুখে একটি রকেট ছুড়েছে। যা মহাশূন্যে একটি গুপ্তচর উপগ্রহ প্রতিস্থাপন করার জন্য ছোড়া হয়েছে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমও এই খবর স্বীকার করেছে। তারা জানিয়েছে, মঙ্গলবার এই কাজ করা হয়েছে।
রকেটটি উৎক্ষেপন করার সময় রাষ্ট্রের প্রধান কিম জং উন স্বয়ং উপস্থিত ছিলেন।
উত্তর কোরিয়া খবরটি স্বীকার করার পরেই হোয়াইট হাউস শক্তিশালী প্রতিক্রিয়া দিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এই উপগ্রহ উৎক্ষেপনের তীব্র বিরোধিতা করছে। এর আগেই উত্তর কোরিয়া জাপানকে জানিয়েছিল, তারা পীত সাগর এবং কোরিয়া সাগরের অভিমুখে একটি সামরিক উপগ্রহ উৎক্ষেপন করবে।
১ ডিসেম্বরের মধ্যে উপগ্রহটি উৎক্ষেপন করা হবে বলে তারা জানিয়েছিল। মে এবং অগস্টে উত্তর কোরিয়া দুইবার মহাকাশে সামরিক উপগ্রহ পাঠানোর চেষ্টা করেছিল। কিন্তু দুইবারই তা সফল হয়নি। অবশেষে নভেম্বরে তাদের পরীক্ষা সাফল্য পেল। গত মে এবং অগাস্ট মাসে টোকিও এবং ওয়াশিংটন একাধিকবার উত্তর কোরিয়াকে জানিয়েছিল, তারা যেন এই ধরনের পরীক্ষা আর না করে।
করলে আরো বেশি নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে কিম জং উনকে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন