নাটকটির শুটিং হয়েছে করোনার আগে। অনএয়ার শুরু হচ্ছে আসছে ডিসেম্বর থেকে। নাটকটির নাম ‘সেলুলয়েড’। এটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক তানিম রহমান অংশু।
নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম এবং শ্যামল মাওলা। এর আগেও বেশকিছু নাটকে একসঙ্গে অভিনয় করেছেন এই দুই তারকা।
সেলুলয়েড প্রসঙ্গে পরিচালক তানিম রহমান অংশু বলেন,‘আমরা করোনার দু-তিনমাস আগে নাটকটির শুটিং করেছিলাম। তারপর তো করোনা এলো।
পুরো পৃথিবী থমকে গেলো। এসব কারণে নাটকটি প্রচার করতে দেরি হয়েছে।’
এতদিন পরে প্রচারে সময় ও গল্পের সঙ্গে কোনো তারতম্য হবে কিনা জানতে চাইলে বলেন,‘সেরকম কোনো সম্ভবনা নেই। নাটকটির গল্পটা একটা মনস্তাত্বিক বিষয় নিয়ে।
তাই এটি যে কোনো সময় প্রচার হতে পারে এবং দর্শকও কানেক্ট হতে পারবেন।’
নাটকটির গল্প প্রসঙ্গে এই নির্মাতা জানান, পারিবারিক গল্পের পাশাপাশি একজোড়া মানুষের বৈবাহিক জীবন যাপনের গল্প দেখবেন দর্শক।
নাটকটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ‘গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা’র পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে শ্যামল মাওলা বলেন, ‘নাটকটিও জীবন ঘনিষ্ঠ গল্পের নাটক।কোনো নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে আটকে রাখতে চাই না।
সব সময় দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি।বৈচিত্র্য আছে, এমন গল্পে কাজ করতে চাই। ঠিক তেমনই একটি গল্পের নাটক ‘সেলুলয়েড’ আশা করি নাটকটি ভালো লাগবে দর্শকদের।’
মম বলেন, ‘শ্যামলের সাথে এর আগে অনেক কাজ হয়েছে। গল্পটা চমৎকার। আমরা চেষ্টা করেছি পর্দায় নিজেদের চরিত্রটা সঠিক ভাবে উপস্থাপন করতে। আর অংশু ভাইয়ের নির্মাণও আমার ভালো লাগে। সবমিলিয়ে আশা করছি ভালো লাগবে দর্শকের।’
জানা যায়, ‘সেলুলয়েড’ নাটকটি আগামী ৭ ডিসেম্বর সন্ধ্যায় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল এর ‘গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা’ ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন