সিলেটে অবরোধের শেষ দিনও ‘ঢিলেঢালা’, আসছে নতুন কর্মসূচি !

gbn

সরকার পতনের এক দফা দাবিতে বিরোধী জোটের ষষ্ঠ দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের আজ শেষ দিন । আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে সিলেট নগরীর বিভিন্ন সড়কে যানচলাচল ছিল স্বাভাবিক দিনের মতো। এদিকে বিএনপি আজ নতুন কর্মসূচি ঘোষণা দিতে পারে বলে জানা গেছে।

ষষ্ঠ দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিনে সিলেট নগরীতে তেমন একটা প্রভাব লক্ষ করা যায়নি। সকাল বেলা থেকে নগরীতে যানবাহনের চাপ দেখা গেছে। তবে বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস তেমন ছাড়েনি।

 

 

এদিকে, সিলেট নগরীর বিভিন্ন এলাকায় কয়েকটি ঝটিকা মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠন।

যে-কোনো ধরণের পরিস্থিতি মোকাবেলায় সড়ক-মহাসড়কে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সরব উপস্থিতি।

এদিকে সরকার পতনের এক দফা দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধের শেষদিন আজ বিকালে নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, শুক্র, শনি বিরতি দিয়ে রবিবার থেকে ফের অবরোধ কর্মসূচির ঘোষণা আসতে পারে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন