শেষ বলে জিতল ভারত

অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষত ভারতের এখনো টাটকা। সূর্যকুমার যাদব স্বীকারও করেছেন, এটা ভুলতে আরো সময় লাগবে তাঁদের। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়ক। যার প্রথমটিতে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয়ই পেয়েছে তাঁর দল।

শেষ বলে ম্যাচ জিতেছে ২ উইকেট হাতে নিয়ে। শেষ বলে ১ রান প্রয়োজন ছিল। রিংকু সিং ৬ মেরে জিতিয়েছেন।

 

জশ ইংলিসের সেঞ্চুরিতে ভারতকে ২০৯ রানের বড় লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া।

কিন্তু ইংলিসের সেঞ্চুরির জবাব দিয়েছেন সূর্যকুমার। ভারত অধিনায়ক ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। তাঁর ৪২ বলের ইনিংসে ৯ চার ও ৪ ছক্কা। ভারতের শুরুটা অবশ্য ভালো ছিল না।

দলীয় ১১ রানে কোনো রান করেই রান আউট হয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। আরেক ওপেনার যশস্বী জয়সওয়ালও বিদায় নেন ২২ রানের সময়। তবে ঈশান কিষাণ ও সূর্যকুমারের ১১২ রানের জুটি ম্যাচের পার্থক্য গড়ে দেয়। কিষাণ ৫৮ রান করেছেন। এর আগে নতুন চেহারার ভারতীয় বোলিং লাইনআপের ওপর তাণ্ডব চালিয়েছেন ইংলিশ।

৫০ বলে ১১ চার ও ৮ ছক্কা ১১০ রান করেছেন তিনি। দ্বিতীয় উইকেটে স্টিভ স্মিথের সঙ্গে ইংলিশের ১৩০ রানের জুটি। স্মিথ ৪১ বলে ৫২ রান করেছেন। 

 

 টস হেরে আগে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার ইনিংস থেমেছে ২০৮ রানে। মাত্র তিনটি উইকেট নিতে পেরেছেন ভারতীয় বোলাররা। জসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ বিহীন নতুন চেহারার ভারতীয় বোলিং লাইনআপের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ইংলিশ। আগের ১২ টি-টোয়েন্টি খেলে এই উইকেটকিপার-ব্যাটারের রান ২৬৫। কাল খেলেছেন ১১০ রানের ইনিংস।

আর্শদীপ সিংহের ১৭তম ওভারের শেষ তিন বলে চার মেরেছেন ইংলিশ, যার প্রথমটিতে ৪৭ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন। সব মিলিয়ে ৫০ বলের ইনিংসে ১১ চার ও ৮ ছক্কা। দ্বিতীয় উইকেটে স্টিভ স্মিথের সঙ্গে ইংলিশের ১৩০ রানের জুটি। ইংলিশের চেয়ে তুলনামূলক বেশ ধীরগতির ইনিংস খেলেছেন স্মিথ। রান আউট হওয়ার আগে ৪১ বলে ৫২ রান করেছেন তিনি। তাঁর ইনিংসে শুধু আটটি চারের মার। অস্ট্রেলিয়ার শুরুটা একটু ধীরেই ছিল। ম্যাথু শর্ট আর স্মিথের ওপেনিং জুটি ৪.৪ ওভার খেলে তোলে ৩১ রান। তিনে নেমে রানের গতি বাড়িয়েছেন ইংলিশ। শেষ দিকে টিম ডেভিড ১৩ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন। ক্রিকইনফো

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন