ব্রাজিলের বিপক্ষে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি লিওনেল মেসি। ম্যাচে কয়েকবার তাঁকে টাচলাইনের কাছে গিয়ে চিকিৎসা নিতে দেখা যায়। পরবর্তী সময়ে মেসি নিজেই জানান, কুঁচকির চোটে ভুগছেন তিনি। চোট থেকে পুরোপুরি সেরে উঠে আগামী বছর নতুন উদ্যমে শুরু করতে চান ৩৬ বছর বয়সী এই তারকা।
ব্রাজিলের বিপক্ষে ম্যাচই ছিল তাঁর ২০২৩ সালের শেষ ম্যাচ। আগামী বছরের জানুয়ারিতে ইন্টার মায়ামির প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দেবেন মেসি।
ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে আর্জেন্টিনা। তবে ম্যাচে মেসির অস্বস্তি দুশ্চিন্তার কারণ হয়ে আসে।
নিজের চোট নিয়ে মেসি বলেছেন, ‘আমার কুঁচকিতে অস্বস্তি অনুভব করছিলাম। এই বছরে আমার শেষ ম্যাচ ছিল এটা। তাই নতুন বছরের শুরুতে যেন সর্বোচ্চটা দিতে পারি, এ জন্য পুরোপুরি সেরে উঠতে আমার হাতে সময় আছে।’
এ বছরই পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি।
চলতি মৌসুমে চোট বেশ ভুগিয়েছে আর্জেন্টাইন এই কিংবদন্তিকে। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মেজর ইন্টার মায়ামির জার্সিতে পাঁচ ম্যাচে তিনি খেলতে পারেননি।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন