শুরু হলো মাবরুর রশিদ বান্নাহর ‘ব্যাড অ্যাস’

আজ থেকে শুরু হয়েছে মাবরুর রশিদ বান্নাহ নতুন ওয়েব সিরিয়াল ‘ব্যাড অ্যাস’। ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীদের ঘিরে নির্মিত হয়েছে সিরিয়ালটি। 

‘ব্যাড অ্যাস’-এর গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, একটি ছাত্রাবাসকে কেন্দ্র করেই এই গল্পটা। ছাত্রাবাসে অনেক ধরনের শিক্ষার্থী থাকে, তাদের চরিত্র, নানান ধরনের কর্মকাণ্ড ঘিরেই এই গল্পটা।

ছাত্রাবাসে একেকজন শিক্ষার্থী যে ধরনের কর্মকাণ্ড করতে পারে সেই চরিত্রগুলোই পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি। যদিও অনেকটাই কাল্পনিক তবুও বিনোদনের সাথে বিষয়টা দেখানোর চেষ্টা করা হয়েছে। ছাত্রাবাস একেক রকম থাকে, একেক ধরনের কালচার থাকে। যারা হোস্টেল জীবন কাটিয়েছে তারা জানেন ব্যাপারটা।

সেইসব গল্প ও কাল্পনিক মানেই নির্মিত এই সিরিয়ালটি।    

 

0

‘ব্যাড অ্যাস’

ওয়েব সিরিয়ালটির নাম ‘ব্যাড অ্যাস’ কেন? এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘ব্যাড অ্যাস’ মানে এরা সবাই খারাপ গাধা। এই নাম দেওয়ার কারণ হোস্টেলে বা কলেজে সব গাধা দিয়ে ভর্তি হয়েছে। যারা একত্রিত হয়ে নানা কাজ করে বেড়ায়।

আমাদের টিচাররা বা বাবা-মা রাগ করে ছোটবেলায় বলতো না ,পড়াশোনা যারা করে না তারা সব গাধা। গাধা তো একটা উপকারী প্রাণী, ভালো প্রাণী। কিন্তু এইখানের গাধাগুলো খারাপ। এরা খারাপ কাজ করে। তাই এই নাম দেওয়া।

 

নাটকটিতে সামাজিক ও পারিবারিক বার্তা আছে জানিয়ে নির্মাতা বলেন, আমি আসলে কোনো নাটকই শুধু বিনোদনের জন্য বানাই না। এই ধারাবাহিকেও বিনোদনের পাশাপাশি কিছু সামাজিক বার্তা ও পারিবারিক বার্তা আছে। দিনশেষে প্রতিটি সন্তানের আশ্রয়স্থল তার বাবা মা। সন্তান যতই দুষ্টমি, খারাপ কাজ করুক না কেন, বাবা মার প্রতি সম্মান থাকবে পুরো নাটকটিতেই। 

নির্মাতা আরও বলেন, ‘ব্যাড অ্যাস’-এর প্রথম সিজনের সব পর্বের শুটিং শেষ। আজ থেকে নাটকটি প্রচারিত হচ্ছে। যারা দেখবে সবার ভালো লাগবে আশা করছি।

নাটকটিতে অভিনয় করেছেন প্রত্যয় হিরন, রাশেদ ইমরান, তানভীর নিলয়, মাখনুন সুলতানা মহিমা, সামিনা বাশার, তৌফিকুল হাসান নিহাল, তানজিম হাসান অনিক, তালহা খান, শামীম আহমেদসহ আরও অনেকে। প্রতি বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার পিকক এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে দেখা যাবে ওয়েব সিরিয়ালটি।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন