বলিউডে বরারবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। কখনো বিতর্কিত আচরণ করে, কখনো উল্টাপাল্টা বক্তব্য দিয়ে। আলোচনায় থাকাটা নেশা হয়ে গেছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। তবে তিনি আরো একটি বিষয়ে আলোচিত।
কট্টর হিন্দুত্ববাদের জন্য। যার ফলে ভারতের বর্তমান শাসকদল বিজেপির রাজনীতিতেও আনাগোনা শুরু হয়েছে তার। আর বিজেপির মুল নেতা তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো কঙ্গনার প্রিয় ব্যক্তিত্ব।
এর আগে হিন্দু ধর্মাবলম্বীদের পরম পুজনীয় দেবতা রামের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘নতুন ভারতের বিশ্বকর্মা’ হিসেবে আখ্যা দিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত।
এবার মোদির সমর্থনে বললেন, ‘মোদি যেখানে হাত দেন, সেখানে সোনা ফলে।’
সম্প্রতি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের হাত থেকে বিশ্বকাপ ফসকে যেতেই স্টেডিয়ামে উপস্থিত থাকা প্রধানমন্ত্রী মোদিকে অনেকেই ‘অপয়া’ বলে কটাক্ষ করা শুরু করেন। মোদির বিরুদ্ধে এমন সব ব্যঙ্গ-বিদ্রুপ নজরে পড়তেই তেলেবেগুনে জ্বলে উঠলেন কঙ্গনা রানাওয়াত! তারপর ফের নিজের শব্দবানে প্রতিপক্ষকে জর্জরিত করতে নেমে পড়লেন অভিনেত্রী।
মোদির প্রসঙ্গে কঙ্গনা বলেন, “যে বা যারা প্রধানমন্ত্রীকে অপয়া বলছেন, তাদেরকে কিছু সত্যি কথা বলি আজ।
মোদি এমন একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি জীবনে কোনওদিন কোনও নির্বাচনে হারেননি। উনি যে বস্তুতে হাতে দেন, সেখানেই সোনা ফলে। উনার নেতৃত্বেই গুজরাট এত উন্নতি করেছে। আর এবার ভারতের অর্থনীতি ৪ ট্রিলিয়ন ছুঁয়ে ফেলবে। রাজনীতিতেও এরকম কুৎসা রটানো উচিত নয়।
”
মোদির সঙ্গে কঙ্গনা (পূর্বের ছবি)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে জিততে পারেনি টিম ইন্ডিয়া। ফাইনালে অজি বাহিনী ব্যাটিং করতে নামার কিছুক্ষণের মধ্যেই বোঝা গিয়েছিল যে খেলা ‘ঘুরে’ গেছে। এদিকে নরেন্দ্র মোদি তখন সদ্য আহমেদাবাদে পা রেখেছেন। স্টেডিয়ামে প্রবেশও করেননি। কিন্তু তার আগেই টিম ইন্ডিয়ার দুর্বল ফিল্ডিংয়ের জন্য মোদিকে দায়ী করে অনেকেই ‘অপয়া’ বলে আক্রমণ করা শুরু করেন। এমনকী সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ ‘অপয়া’ ট্রেন্ডিং হয়। যদিও সেটা আম্পায়ারের জন্য কিনা সেটা নিয়ে দ্বন্দ্ব রয়েছে! তবে ম্যাচে ভারতের হারের পর থেকেই কটাক্ষের শিকার প্রধানমন্ত্রী। তাই এবার মোদির হয়েই সুর চড়ালেন কঙ্গনা রানাওয়াত। নিন্দুক, সমালোচকদের আক্রমণ করে মাঠ ছাড়া করলেন অভিনেত্রী!
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেই প্রতিবাদী কঙ্গনা আওয়াজ তুলেছেন। যা কিনা বর্তমানে বেশ আলোচনায় রয়েছে অনলাইনে।
কঙ্গনাকে সর্বশেষ দেখা গেছে তার চলচ্চিত্র ‘তেজাস’-এ। সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তার অভিনীত সর্বশেষ ৫টি চলচ্চিত্রেই ব্যর্থতার মুখ দেখেছে। তবে সিনেমা ব্যর্থ হলেও সামাজিক মাধ্যমে কথার লড়াইয়ে কঙ্গনাই সেরা, সেটা অনেক অনুরাগীও অবশ্য স্বীকার করেন।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন