‘অ্যানিম্যাল’-এর শুটিংয়ে আলিয়ার ভয়ে যে কাজটি করেননি রণবীর

দীর্ঘদিনের অপেক্ষার পর গতকাল প্রকাশ হয়েছে রণবীর কাপুরের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যানিম্যাল’-এর ট্রেলার। ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে রণবীর কাপুর জানালেন, এই সিনেমায় অর্জুনের চরিত্রটা তাঁর ক্যারিয়ায়ের সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। 

রণবীর জানান, তিনি বরাবরই মেথড অ্যাক্টিংয়ে বিশ্বাসী। তবে ‘অ্যানিম্যাল’-এর শুটিং চলাকালীন রণবীর এই কৌশলটি ধারণ করতে পারেননি।

কারণ ‘অ্যানিম্যাল’-এর শুটিং শুরু হওয়ার কিছুদিন আগেই জন্ম হয়েছিল তাঁদের একমাত্র কন্যাসন্তান রাহার। আর এই অবস্থায় অর্জুন (‘অ্যানিম্যাল’-এর চরিত্র) এর মতো মানসিকভাবে বিকারগ্রস্ত কোনো চরিত্রকে যদি বাড়িতে নিয়ে আসতেন নিজের মতো করে, তাতে ছেড়ে কথা বলতেন না আলিয়া। কারণ, তা ছোট রাহার জন্য ভালো হতো না।

 

রণবীর বলেন, ‘আমি কখনোই কোনো চরিত্রকে নিজের সঙ্গে করে বাড়িতে নিয়ে যাই না।

কারণ তা আমাদের পরিবারের মানুষগুলোর জন্য ঠিক নয়। আর যদি তা করতাম, তাহলে আমার বউ আমাকে মারত।’

 

77j

‘অ্যানিমেল’-এর ট্রেলারে রণবীর কাপুর ও ববি দেওল

‘অ্যানিম্যাল’-এর ট্রেলার দেখে মন্ত্রমুগ্ধ আলিয়া। বরের ছবির ট্রেলার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে আলিয়া লিখেছেন, ‘ক্যাপশন টাইপ করার সময়টাও পাচ্ছি না।

এ নিয়ে সাত হাজারবার দেখে ফেলেছি ট্রেলারখানা। এটা আমার মনকে বিস্ফোরিত করেছে। আমাকে এই সিনেমাটা দেখতেই হবে। ‘এনিম্যাল’ পয়লা ডিসেম্বর থেকে সিনেমাহলগুলোতে আগুন লাগাতে আসছে।’

 

‘ব্রহ্মাস্ত্র’ ও ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’-এর সফলতার পর রণবীর কাপুর এ বছরের সবচেয়ে আলোচিত পারফরম্যান্স দিতে যাচ্ছেন তাঁর আসন্ন চলচ্চিত্র ‘অ্যানিম্যাল’-এ।

লেখক-পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত  এই ছবির ট্রেলারটি প্রকাশের পরপরই রীতিমতো হৈচৈ পড়ে গেছে ভক্তদের মাঝে। ১ ডিসেম্বর মুক্তি পাবে ‘অ্যানিম্যাল’।

 

সূত্র : হিন্দুস্থান টাইমস 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন