ভোটারের অংশগ্রহণই অংশগ্রহণমূলক নির্বাচন- নির্বাচন কমিশনার

শাহাদাৎ হোসাইন || জিবি নিউজ ||

মৌলভীবাজার আজ শুক্রবার (২৪ নভেম্বর) মৌলভীবাজার সার্কিট হাউজের মুন হলে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতিবিনময় সভা করেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান নির্বাচন কমিশনার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন- ‘ভোটারের অংশগ্রহণই অংশগ্রহণমূলক নির্বাচন। যে দল তাদের উপর নির্ভর করে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না। জনগণ যদি ভোট দেয় সেটাই অংশগ্রহণমূলক নির্বাচন।’ অপর এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন- একটা বড় দল নির্বাচনের বাইরে আছে। তারা বা তাদের সমমনা দলের পক্ষ থেকে যদি নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ব্যক্ত করা হয় তাহলে নির্বাচনের তফসিল পুণনির্ধারন করার সময় বা সুযোগ রয়েছে।’ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. উর্মি বিনতে সালাম, হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেবী চন্দ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার পুলিশ সুপার। আরো উপস্থিত ছিলেন অধিনায়ক ৪৬ বিজিবি, ৫২ বিজিবি ও ৫৫ বিজিবি কোম্পানী কমান্ডার, র্যা ব-৯ শ্রীমঙ্গল এবং ক্যাম্প কমান্ডার, র্যা ব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ, উপপরিচালক, এনএসআই, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা নির্বাচন অফিসারগণ, সকল উপজেলার অফিসার ইন-চার্জ এবং উপজেলা নির্বাচন অফিসারবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হালিম খান। পর্যায়ক্রমে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারগণের পক্ষে আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার, শ্রীমঙ্গল। হবিগঞ্জ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারগণের পক্ষে বক্তব্য রাখেন মহুয়া শারমিন ফাতেমা, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার, বাহুবল, হবিগঞ্জ। বক্তব্য রাখেন অরূপ রতন পাল, জেলা কমান্ড্যান্ট, জেলা আনসার ও ভিডিপি, হবিগঞ্জ, মো. আজমুল হোসেন, উপপরিচালক, এনএসআই, হবিগঞ্জ, মেজর মাহফুজুর রহমান, কোম্পানী কমান্ডার, র্যাব-৯, শ্রীমঙ্গল, লে. কর্নেল মিজান, অধিনায়ক, ৪৬ বিজিবি, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন, লে. কর্ণেল ইমদাদুল বারী খান, অধিনায়ক, ৫৫ বিজিবি, হবিগঞ্জ, মো. মনজুর রহমান, পুলিশ সুপার, মৌলভীবাজার, বি এস এম মুরাদ আলি, পুলিশ সুপার, হবিগঞ্জ, সকল উপজেলা নির্বাচন অফিসারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ এমদাদুল হক, হবিগঞ্জ জেলার সকল উপজেলা নির্বাচন অফিসারের পক্ষ থেকে বক্তব্য রাখেন জান্নাত জাহান, মৌলভীবাজার জেলার সকল অফিসার ইনচার্জগণের পক্ষে বক্তব্য রাখেন কুলাউড়া থানার ইনর্চাজ আব্দুছ ছালেক ও হবিগঞ্জ জেলার সকল অফিসার ইনচার্জগণের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ ডালিম আহমদ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন