বিশেষ প্রতিনিধি :রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চিকে চাপ সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ডেভিড হেইল চাপ প্রয়োগ করেন। ২৮ অক্টোবর বুধবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মর্গান অর্টাগাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। আন্ডার সেক্রেটারি ডেভিড হেইল সু চিকে মিয়ানমার সরকারকে সংঘাতের অবসান ঘটিয়ে রোহিঙ্গা এবং অন্যান্য শরণার্থী এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের স্বেচ্ছাসেবী, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তনের জন্য চাপ দেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন